Business

1 year ago

টাকার দামে সর্বকালীন পতন, প্রতি ডলারে ৮৩.০২, আরও নিচে যাওয়ার আশঙ্কা

টাকার দামে সর্বকালীন পতন, প্রতি ডলারে ৮৩.০২, আরও নিচে যাওয়ার আশঙ্কা
টাকার দামে সর্বকালীন পতন, প্রতি ডলারে ৮৩.০২, আরও নিচে যাওয়ার আশঙ্কা

 

নয়াদিল্লি, ১৯ অক্টোবর: দীপাবলির আগে টাকার দামে ফের রেকর্ড পতন। বুধবার প্রতি ডলারে টাকার দাম ৮৩.০২-এ গিয়ে ঠেকেছে। তাতে সিঁদুরে মেঘ দেখছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। দীপাবলির আগে মুদ্রাস্ফীতি আরও চরম আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি চড়া হারেই সুদ সংগ্রহ চালিয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবারের তুলনায় বুধবার আরও ৬৬ পয়সা পতন চোখে পড়ল টাকার দামে। কারণ মঙ্গলবার বাজার বন্ধের সময় টাকার দর ছিল ৮২.৩৬। বুধবার বাজার খোলার সময়ই টাকার দাম ৮২.৩০৬২-এ গিয়ে ঠেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও নেমে হয় ৮২.৮৯৩৮। বাজার বন্ধের আগে তারও নেমে ৮২.৯৪৫০-এ এসে ঠেকে। শেষমেশ ৮৩.০২-তে গিয়ে বাজার বন্ধ হয়। টাকার দামে লাগাতার পতন ঘটে চললেও, এতদিন টাকার দর যাতে ৮৩-তে না নামে, তার জন্য চেষ্টা চালাচ্ছিল রিজার্ভ ব্যাঙ্কও। ৮২.৪০ পর্যন্ত টাকার দাম পর্যন্ত নামলেও নামতে পারে ভেবে এগনো হচ্ছিল। তাতে ডলার কেনায় প্রভাব পড়ে। তাতেই টাকার দাম আরও দ্রুত গতিতে পড়তে থাকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দুই বেসরকারি সংস্থা অত্যধিক ডলারের দাবি করছিল। তাতেই টাকার দাম আরও পড়ে যায়।

You might also like!