Business

1 year ago

Sourav Ganguly: এবার বাংলার বাণিজ্যর মুখ সৌরভ

Sourav Ganguly (File Pucture)
Sourav Ganguly (File Pucture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাংলার ব্র্যান্ড এম্বাসাডার শাহরুখ ও দেব হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভকেই তুলে ধরলেন স্পেনের বাণিজ্য সম্মেলনে। আর সৌরভ ১০০ শাতাংশ দিয়ে প্রমাণ করলেন তিনি বাংলার ছেলে। শুক্রবার মাদ্রিদে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিরাট ঘোষণাও করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। সৌরভ জানালেন, ২০০৭ সালে প্রথম ইস্পাত কারখানা গড়েছিলেন। তৃতীয়টি এবার হচ্ছে মেদিনীপুরে। সকলেই এই সংবাদে অত্যন্ত আনন্দিত। সৌরভ তার বক্তব্যে বাংলার শিল্প বান্ধব পরিবেশের কথা বলেন।তিনি বলেন মেদিনীপুরে চার থেকে ছয় মাসের মধ্যেই ইস্পাত কারখানা তৈরি করা হবে। এই প্রকল্পের অনুমোদন পেতে মাত্র ৪ থেকে ৫ মাস সময় লেগেছে।
তিনি শিল্পপতিদের বলেন, বাংলাই  হোক আপনাদের শিল্পের গন্তব্য। তিনি বলেন,বিজনেস মানেই শুধু মিলিয়ন বা বিলিয়নের নয়। ছোট ছোট অনেক সেক্টর রয়েছে। সৌরভ আরও বলেন, আমি স্পোর্টসম্যান হলেও বিজনেস ব্যাকগ্রাউন্ড রয়েছে। ৫০-৫৫ বছর আগে আমার ঠাকুরদা একটা ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছিলেন। সেটি বিকশিত হয়েছে। স্পেনেও বাংলা থেকে অনেকে এসেছেন বাংলার শিল্প সম্ভাবনা তুলে ধরতে, যাঁরা বাংলাতেই ব্যবসা শুরু করে দেশে সুনামের সঙ্গে তা চালিয়ে যাচ্ছেন। তাই তিনি সকলকে বাংলায় শিল্প প্রতিষ্ঠার জন্য আমন্ত্রণ জানান। সৌরভ বলেন, ম্যানুফ্যাকচারিং, চর্ম, কৃষি, বস্ত্রের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও প্রভূত সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে মেধার অভাব নেই। প্রচুর প্রতিভাবান পড়ুয়া রয়েছেন। সে কারণে শিক্ষাক্ষেত্রে বাণিজ্য দ্রুতগতিতে বিকশিত হয়েছে। তাঁর কথায় শিল্পপতিরা বাংলায় আসবেন কিনা তা বড়ো কথা নয়, বড়ো কথা হলো সৌরভ হয়ে উঠতে চলেছেন একজন বড়ো শিল্পপতি।

You might also like!