Business

1 year ago

Goutam Adani : সেবি-কে আদানি-হিন্ডেনবার্গ মামলার তদন্ত শেষ করার নির্দেশ, রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

Goutam Adani
Goutam Adani

 

নয়াদিল্লি, ২ মার্চ : ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ (সেবি)-কে আদানি-হিন্ডেনবার্গ মামলা নিয়ে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেবি-কে আগামী দু’মাসের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হিন্ডেনবার্গ ইস্যুতে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে খুশি প্রকাশ করেছেন গৌতম আদানি, তাঁর মতে সত্যের জয় হবে। টুইট করে গৌতম আদানি জানিয়েছেন, "সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে আদানি গোষ্ঠী। সত্যের জয় হবে।"

মূলত হিন্ডেনবার্গের রিপোর্ট এবং সেই রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে, তা নিয়ে তদন্ত করছে সেবি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, সেবি যেন এই মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত করে। বেঞ্চ বলেছে, ‘‘সেবিকে তদন্ত করে দেখতেই হবে যে, সত্যিই বেআইনি ভাবে শেয়ারের দাম বৃদ্ধি করা হয়েছিল কি না।’’ একটি বিশেষজ্ঞ কমিটিও তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে ওপি ভট্ট, বিচারপতি কেপি দেবদত্ত, কেভি কামাথ, নন্দন নিলেকানি এবং সোমাশেখর সুন্দারেশনেপ কমিটি শেয়ার বাজারের নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখবেন।


You might also like!