Business

1 year ago

Ratan Tata : রতন টাটার মুকুটে নতুন পালক, উদ্যোগ রত্ন সম্মানে ভূষিত বিশিষ্ট শিল্পপতি

Ratan Tata (File Picture)
Ratan Tata (File Picture)

 

মুম্বই, ১৯ আগস্ট : বিশিষ্ট শিল্পপতি রতন টাটার মুকুটে উঠল নতুন পালক। শনিবার রতন টাটা-কে উদ্যোগ রত্ন সম্মানে ভূষিত করল মহারাষ্ট্র সরকার। শিল্পপতি রতন টাটাকে তাঁর বাসভবনেই উদ্যোগ রত্ন সম্মানে ভূষিত করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস। আগামীকাল অসুস্থতার কারণে পুরস্কার অনুষ্ঠানে যোগ দেবেন না রতন টাটা। তাই শনিবার বাড়িতেই তাঁর হাতে তুলে দেওয়া হয় সম্মান।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, "দেশে রতন টাটা এবং টাটা গ্রুপের অবদান অপরিসীম। মহারাষ্ট্র সরকারের দেওয়া এই পুরস্কার গ্রহণ করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।"

You might also like!