নয়াদিল্লি, ১ জুলাই : লাগাতার বৃষ্টির জেরে টমেটোর দাম ক্রমশই বাড়ছে। গুজরাট ও চেন্নাই-সহ দেশের বিভিন্ন রাজ্যে ১২০ টাকা প্রতি কিলোগ্রাম বিক্রি হচ্ছে টমেটো। টমেটোর দাম বৃদ্ধির ফলে প্রয়োজনের তুলনায় কম টমেটো কিনছেন ক্রেতারা। ফলে বিক্রেতারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
শনিবার সকালে চেন্নাইয়ের কোয়ামবেড়ু পাইকারি বাজারে ১২০ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে টমেটো। ক্রেতারা বলছেন, টমেটোর দাম ১২০ টাকা প্ৰতি কেজি ছাড়িয়েছে। আবার দিল্লি, হায়দরাবাদ, কলকাতা-সর্বত্রই বিগত কয়েকদিন ধরে সব্জির দাম ঊর্ধ্বমুখী। স্বাভাবিকভাবেই পকেটে টান পড়ছে ক্রেতাদের।