Business

1 year ago

Elon musk : নিজেরই ডাকা ভোটে হার, জনতার কথা রাখতে কী টুইটারের শীর্ষপদ ছাড়বেন মাস্ক?

Elon Musk
Elon Musk

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার বিকেলে টুইটারে মাস্ক জনতার কাছে প্রশ্ন করেন তাঁর কি টুইটার থেকে পদত্যাগ করা উচিত? জনগণ যে জবাব দেবে, তা ভাল হোক বা মন্দ, তাঁর পক্ষে হোক বা বিপক্ষে—তা মেনে নেবেন তিনি। অক্ষরে অক্ষরে পালনও করবেন ‘নির্দেশ’।

তার পর উত্তর দেওয়ার জন্য শুরু করেছিলেন একটি সহজ ভোটিং প্রক্রিয়া। হ্যাঁ অথবা না-এর বিকল্পে ক্লিক উত্তর চলে যাবে এলনের কাছে। দুনিয়া জুড়ে যে কোনও টুইটার ব্যবহারকারী উত্তর দিতে পারতেন এই প্রশ্নর। দিয়েছেনও। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় ১ কোটি ৭৫ লক্ষ ২ হাজার ৩৯১ জন ভোট দেন। তবে ভোটারদের মধ্যে ৫৭.৫ শতাংশই ভোট দেন এলনের বিরুদ্ধে। অর্থাৎ অধিকাংশ ভোটারই চেয়েছেন, টুইটারের নতুন মালিক এলন টুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করুন। বাকি ৪২.৫ শতাংশ ভোটার চেয়েছেন এলন থাকুন টুইটারের মাথায়। 

ফলাফলে স্পষ্ট জনতার না পসন্দ তাকে,তবে এবার কী কথা রাখত নিজের পদ ছাড়বেন মাস্ক ? উল্লেখ্য, সোমবার ভারতীয় সময় বিকেল ৪টে ৫০ মিনিটে ফল প্রকাশের কথা ছিল। যথাসময়েই প্রকাশ্যে আসে জনতার রায়। এলন অবশ্য তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী এর পর পদত্যাগ সংক্রান্ত কোনও ঘোষণা করেননি। বস্তুত এলন এ-ও জানাননি, তিনি না থাকলে তাঁর পদে কে দায়িত্ব নিতে চলেছেন। অনুমান করা হয়েছিল, হয়তো ভোটিংয়ের পর তা জানাবেন তিনি। কিন্তু এলন তা করেননি। 

গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলার প্রধান এলন টুইটার দখল করার পরই অর্ধেক কর্মীকে ছাঁটাই করা হয় সংস্থাটি থেকে। সরিয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্তাব্যক্তিকেও। এ ছাড়াও টুইটারে বহু নীতিগত বদল আনেন এলন। যার মধ্যে টুইটারের ব্লু টিক অ্যাকাউন্টকে চাঁদাভিত্তিক করে দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে গোটা বিশ্বে হইচই পড়ে যায় ইন্টারনেট প্রভাবশালীদের মধ্যে। এ ছাড়াও এলনের সম্পত্তি নিয়ে প্রতিবেদন লেখা বেশ কিছু সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট অচল হয়ে যাওয়ায় তা নিয়েও বিতর্ক শুরু হয়। গত ২৭ অক্টোবরের পর থেকে এমনই একের পর বিতর্কে বিদ্ধ হয়েছেন এলন, এবার আরো এক নতুন বিতর্কিত বিষয় উস্কে দিলেন এলন। 

You might also like!