Business

1 year ago

Inflation: মার্চ মাস থেকেই ৫টি বড় পরিবর্তন, পকেটে টান মধ্যবিত্তের

Inflation:
Inflation:

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মার্চ মাসের প্রথম দিন অর্থাৎ বুধবার থেকেই পরিবর্তন হতে চলেছে একাধিক নিয়মের । ফলে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। ১ মার্চ থেকে লাগু হওয়া একাধিক নিয়মের জেরে বাড়বে সাধারণ মানুষের মাসিক খরচ। সোশ্যাল মিডিয়া, ব্যাঙ্ক লোন, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, ব্যাঙ্কে ছুটিসহ একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে মার্চ মাস থেকে। এছাড়াও কয়েকটি ট্রেনের টাইম টেবিলেও আসছে পরিবর্তন । এমনকি কাশী বিশ্বনাথ মন্দিরে আরতির খরচও অনেকটাই বাড়তে চলেছে বলে জানা গেছে। জেনে নিন মার্চ মাসে কোন কোন নতুন নিয়ম লাগু হতে চলেছে।  


• ব্যাঙ্কের লোনের উপর সুদের হার বাড়তে পারে। ফলে স্বাভাবিক ভাবেই খরচ বাড়বে লোন নেওয়া ব্যক্তিদের, তা সে পার্সোনাল লোন হোক বা হোম লোন বা কার লোন‌। যেকোনো লোনের ক্ষেত্রেই বাড়তি পয়সা গুনতে হবে।


• দাম বাড়তে পারে এলপিজি এবং সিএনজির । একই সঙ্গে সিএনজি এবং পিএনজি গ্যাসের দামও বাড়তে পারে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে অটো ভাড়া বৃদ্ধির সম্ভাবনাও প্রবল।


• মার্চ মাস থেকে দেশের নতুন আইটি নিয়ম মেনে চলতে হবে টুইটার, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ।ভুয়ো পোস্টের জন্য দিতে হবে জরিমানা।


• ট্রেনের টাইম টেবিলে পরিবর্তন আসতে চলেছে। মার্চেই এই তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।


• মার্চ মাসে হোলি, নবরাত্রি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।


You might also like!