Business

1 year ago

Indian currency :সেনসেক্সে,নিফটির পতন ! টাকার লাগাতার দম কমছে, চিন্তায় অর্থনীতিবিদগন

Indian currency again fell to a record against the dollar
Indian currency again fell to a record against the dollar

 

মুম্বই, ২০ অক্টোবর  : ফের রেকর্ড হারে পতন টাকার দামে। বুধবার ডলারের দাম প্রথমবার পেরিয়েছিল ৮৩ টাকা। বৃহস্পতিবার সেটা আরও ৬ পয়সা কমে ৮৩ টাকা ৬ পয়সায় পৌঁছে যায়।

আর শুধু ডলারের তুলনায় টাকার দাম কমাই নয়, এদিন শেয়ার বাজারেও মন্দার ইঙ্গিত মিলেছে। সকালে বাজার খোলার পরই একধাক্কায় প্রায় ৩৫০ পয়েন্ট নেমে যায় সেনসেক্সের সূচক। নিফটির পতন ঘটে ৯০ পয়েন্ট। এর অনেকটাই অবশ্য মার্কিন বাজারের ওঠানামার উপর নির্ভরশীল। তবে শুধু টাকা নয়, বিশ্বের অন্য বহু দেশের মুদ্রাই ডলারের তুলনায় দুর্বল হচ্ছে। অন্যান্য এশীয় মুদ্রাও ভারতীয় টাকার মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ডলারের তুলনায় টাকার দামের এই রেকর্ড পতন নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দাবি, মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। সেখানে বিশ্বের অন্য সব দেশের মুদ্রা দুর্বল হচ্ছে কূটনৈতিক পরিস্থিতির জন্য। নির্মলার সাফ কথা, অন্যান্য দেশের মতো আমরা ভাল জায়গায়। অর্থমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আশাবাদী, দ্রুতই আগের অবস্থায় ফিরবে ভারতীয় টাকা। রিজার্ভ ব্যাংকও মুদ্রাকে শক্তিশালী করার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

You might also like!