দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
কলকাতায় কত সোনার দাম?
১৬ জুলাই রবিবার ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৫০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,০০০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,০০০ টাকা। রবিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫০,০০০ টাকা।
একনজরে ২২ ক্যারট সোনার দাম
১ গ্রাম ৫,৫০০ টাকা
৮ গ্রাম ৪৪,০০০ টাকা
১০ গ্রাম ৫৫,০০০ টাক
১০০ গ্রাম ৫,৫০,০০০ টাকা
অন্যদিকে ১৬ জুলাই ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৬,০০০ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৮,০০০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,০০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রবিবার হয়েছে ৬,০০,০০০ টাকা।
একনজরে ২৪ ক্যারট সোনার দাম
১ গ্রাম ৬,০০০ টাকা
৮ গ্রাম ৪৮,০০০ টাকা
১০ গ্রাম ৬০,০০০ টাকা
১০০ গ্রাম ৬,০০,০০০ টাকা
হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম রয়েছে বাড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো রবিবার বিকোচ্ছে কত দামে।
কলকাতায় আজ রুপোর দাম
১ গ্রাম ৭৭.৫০ টাকা
৮ গ্রাম ৬২০ টাকা
১০ গ্রাম ৭৭৫ টাকা
১০০ গ্রাম ৭,৭৫০ টাকা