দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভর্তুকিযুক্ত ডাল বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন, বস্ত্র এবং বাণিজ্য মন্ত্রকেরও দায়িত্বে থাকা শিল্প মন্ত্রী পীযূষ গয়াল 'ভারত ডাল' ব্র্যান্ড শুরু করেছেন।
এই ভর্তুকিযুক্ত ব্র্যান্ড চানা ডালের এক কেজি প্যাকের জন্য প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি করছে। একই সময় ৩০ কেজি প্যাকের জন্য ১৬৫০ টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতি কেজির জন্য ৩০ কেজির প্যাকে ৫৫ টাকা করে দিতে হচ্ছে।
দিল্লি-এনসিআর-এ ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশনের রিটেল আউটলেটগুলিতে চানা ডাল বিক্রি শুরু করেছে 'ভারত ডাল'। 'ভারত ডাল'-এর মাধ্যমে কেন্দ্র সরকার নিজের ডালের স্টক থেকে সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে ডাল উপলব্ধ করার প্রচেষ্টা করছে। সরকারের এই বিশেষ পদক্ষেপের ফলে অনেক সস্তায় ডাল কেনা যাবে। যার ফলে দেশে খাদ্য সুরক্ষাও সুনিশ্চিত হবে।
দিল্লি-এনসিআর-এ ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন এর রিটেল আউটলেটগুলির মাধ্যমে এবং এনসিসিএফ, কেন্দ্রীয় ভান্ডার এবং সফলের আউটলেটগুলির মাধ্যমে বিতরণের জন্য চানা ডালের মিলিং এবং প্যাকেজিং করে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন। চানা ডাল বিক্রির এই ব্যবস্থার সুযোগ রাজ্য সরকারগুলিকেও দেওয়া হয়েছে। রাজ্য সরকারগুলিও 'ভারত ডাল'-এর মাধ্যমে সস্তায় ডাল সরবরাহ করতে পারবে।
রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে যে তারা তাদের কল্যাণমূলক প্রকল্পের অধীনে সরবরাহের জন্য, পুলিশ বিভাগ, জেলে এবং তাদের ভোক্তা সমবায় আউটলেটগুলির মাধ্যমে কম দামে এই ডাল বিতরণ করতে পারে।