Business

1 year ago

Chili Export:বাংলাদেশে রফতানি শুরু ভারতের, সাতক্ষীরা দিয়ে পৌঁছল ৬ ট্রাক কাঁচালঙ্কা

Chili exportation India to Bangladesh
Chili exportation India to Bangladesh

 

ঢাকা, ৩ জুলাই: কাঁচালঙ্কার ঝালে এখনও মুখ পুড়ছে বাংলাদেশবাসীর । ঈদের পরের দিন থেকে বাংলাদেশে হু হু করে বেড়েছে হেঁশেলের অত্যন্ত প্রয়োজনীয় বস্তুটির দাম। বাড়তে বাড়তে দাম পৌঁছে ছিল ১০০০ টাকায় । তবে সপ্তাহান্তে এই সমস্যা কিছুটা লাঘব হয়েছে। পাঁচদিন ঈদের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রফতানি। আর প্রথম দিনই ভারত থেকে পৌঁছেছে ৬ ট্রাক ভরতি কাঁচালঙ্কা। জোগান বাড়ায় এ সপ্তাহে বাজারে লঙ্কার দাম কমল কিছুটা ।

রবিবার বেলা ১১টা নাগাদ স্বাভাবিক আমদানি-রফতানি শুরু হয় সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে। জানা গিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচালঙ্কা বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

মাকসুদ খান জানান, ঈদ-উল-আজহার কারণে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ভোমরা স্থলবন্দরে ছুটি ছিল। ফলে টানা পাঁচদিন বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে কোনও আমদানি ও রফতানি হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙা বন্দর থেকে রফতানি হয়নি কোনও পণ্য। ছুটি শেষে রবিবার প্রথম পণ্য বোঝাই ট্রাক ও লরি প্রবেশের পর থেকে ফের ভোমরা স্থলবন্দরে স্বাভাবিক আমদানি-রফতানি শুরু হয়েছে।

আর এর ফলও মিলল হাতে নাতে । এই লঙ্কা বাজারে বণ্টন হতেই, দাম কমল কাঁচালঙ্কার । জানা গেছে বাংলাদেশের বিভিন্ন বাজারে একধাক্কায় প্রায় কেজি প্রতি ৩০০ টাকা আর ৬০০ টাকা কেজি দরে লঙ্কা কিনতে হবে না হয়ত। রান্নায় ঝাঁজ নিয়ে আর চিন্তিত হতে হবে না।


You might also like!