ঢাকা, ৩ জুলাই: কাঁচালঙ্কার ঝালে এখনও মুখ পুড়ছে বাংলাদেশবাসীর । ঈদের পরের দিন থেকে বাংলাদেশে হু হু করে বেড়েছে হেঁশেলের অত্যন্ত প্রয়োজনীয় বস্তুটির দাম। বাড়তে বাড়তে দাম পৌঁছে ছিল ১০০০ টাকায় । তবে সপ্তাহান্তে এই সমস্যা কিছুটা লাঘব হয়েছে। পাঁচদিন ঈদের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রফতানি। আর প্রথম দিনই ভারত থেকে পৌঁছেছে ৬ ট্রাক ভরতি কাঁচালঙ্কা। জোগান বাড়ায় এ সপ্তাহে বাজারে লঙ্কার দাম কমল কিছুটা ।
রবিবার বেলা ১১টা নাগাদ স্বাভাবিক আমদানি-রফতানি শুরু হয় সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে। জানা গিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচালঙ্কা বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
মাকসুদ খান জানান, ঈদ-উল-আজহার কারণে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ভোমরা স্থলবন্দরে ছুটি ছিল। ফলে টানা পাঁচদিন বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে কোনও আমদানি ও রফতানি হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙা বন্দর থেকে রফতানি হয়নি কোনও পণ্য। ছুটি শেষে রবিবার প্রথম পণ্য বোঝাই ট্রাক ও লরি প্রবেশের পর থেকে ফের ভোমরা স্থলবন্দরে স্বাভাবিক আমদানি-রফতানি শুরু হয়েছে।
আর এর ফলও মিলল হাতে নাতে । এই লঙ্কা বাজারে বণ্টন হতেই, দাম কমল কাঁচালঙ্কার । জানা গেছে বাংলাদেশের বিভিন্ন বাজারে একধাক্কায় প্রায় কেজি প্রতি ৩০০ টাকা আর ৬০০ টাকা কেজি দরে লঙ্কা কিনতে হবে না হয়ত। রান্নায় ঝাঁজ নিয়ে আর চিন্তিত হতে হবে না।