Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Entertainment

5 months ago

Saif Ali Khan Auto Driver: আহত সইফের অটো চালক ভজন সিং রানা মানুষের চোখে হিরো! কী বলছেন অটো চালক?

Bhajan Singh (Symbolic picture)
Bhajan Singh (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহের বুধবার বলিউডের প্রখ্যাত অভিনেতা সইফ আলি খান ভয়াবহ হামলার স্বীকার হন। গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর নিজ বাসভবনে বাংলাদেশী নাগরিক শরিফুল ওরফে বিজয় দাস নামক এক হামলাকারীর হাতে আক্রান্ত হন। ইতিমধ্যে মুম্বাই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং বান্দ্রা আদালতে পেশ করা হয়েছে ধৃত শরিফুলকে। তবে সেই রাতে আক্রান্ত সইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে এসেছিলেন ভজন সিং রানা নামক এক অটো চালক। অটো চালক ভজন সিং রানা এখন সইফ অনুরাগীর চোখে নায়কে রূপান্তরিত হয়েছেন। সমাজ মাধ্যমে তাঁর এই তৎপরতার জন্য অনেকেই প্রশংসা করেছেন।  

ভজন সিং বলেছেন, বুধবার রাত তখন আড়াইটে-তিনটে, বান্দ্রা লিঙ্কিং রোডের গলি ধরে অটো চালিয়ে যাচ্ছিলেন তিনি। সইফ আলি খান ও করিনা কপূর খানের বাসভবন সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের কাছ দিয়ে যেতে যেতে হঠাৎই দেখেন, সামনে এক মহিলা, চিৎকার করছেন, ‘‘রিকশা! রিকশা’’ বলে। ডাকাডাকি শুনে বহুতলের দরজায় অটো থামান। সাদা কুর্তা রক্তে ভেসে যাচ্ছে। নিজের পরিচয় দেন সইফ। কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন অটোচালক ভজনকে। কথা রাখেন চালক। যত দ্রুত সম্ভব তাঁকে নিয়ে যান লীলাবতী হাসপাতালে।

সেই গভীর রাতে অসহায় অভিনেতা ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সম্প্রতি ১৯শে জানুয়ারি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জান আনসারি তাঁকে সম্মানিত করেছেন এবং আর্থিক সাহায্যও করেছেন। এক সংস্থার তরফ থেকে ভজন সিংহ রানাকে ১১,০০০ টাকা দেওয়া হয়েছে । পুরস্কার নেওয়ার পর ভজন বলেন, ‘‘ওই সময় আমার একমাত্র উদ্দেশ্য ছিল কত দ্রুত আমি ওঁকে নিয়ে হাসপাতালে যেতে পারব সেটাই করেছি। সেই সময় তো বুঝতেও পারিনি অত বড় তারকা আমার অটোতে বসেছে। তখন ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে পারা পুরস্কারের সমান।’’  অটো চালক ভজন সিং রানা নিউজ এজেন্সি আইএএনএস -র সঙ্গে কথা বলে জানিয়েছেন যে, তিনি এই কাজ করতে পেরে অত্যন্ত গর্বিত।  

You might also like!