Business

1 year ago

Elon Mask : বিজ্ঞানকে অনুসরণ ও প্রশ্ন করার জন্যই নতুন টুইটার নীতি : ইলন মাস্ক

Elon Musk
Elon Musk

 

ক্যালিফোর্নিয়া, ২৯ ডিসেম্বর : টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বড় ঘোষণা করেই চলেছেন নতুন মালিক ইলন মাস্ক। এবার ইলন মাস্ক জানালেন, মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার বিজ্ঞানকে অনুসরণও করবে এবং বিজ্ঞানকে প্রশ্নও করবে। বুধবার (স্থানীয় সময়) টুইট করে ইলন মাস্ক নিজেই জানিয়েছেন, "টুইটারের নতুন নীতি বিজ্ঞানকে অনুসরণ করবে, যার মধ্যে অগত্যা বিজ্ঞানের যুক্তিযুক্ত প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে।"

প্রসঙ্গত, ইলন মাস্ক তাঁর উদ্ভট বিবৃতির জন্য সর্বদা স্পটলাইটে থাকেন, কিন্তু তিনি টুইটারের মালিক হওয়ার পর থেকে তাঁর জনপ্রিয়তা পরবর্তী স্তরে পৌঁছেছে। টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বড় ঘোষণা করেই চলেছিলেন তিনি, এবার নতুন সংযোজন, বিজ্ঞানকে অনুসরণ ও প্রশ্ন করার জন্যই নতুন টুইটার নীতি।

You might also like!