দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅবসরের পরিকল্পনার জন্য বিনিয়োগ জরুরী। এমন কোনো জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যাবে। তবে সাধারণ মানুষ এই ঝুঁকি নিতে চান না, বিকল্প সন্ধানে অন্য পথে হাঁটেন। এতে রিটার্নের পরিমাণ অনেকটাই কম মেলে। ফলে লাভ হয় না কিছুই।
তবে মিউচুয়াল ফান্ডে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করা হয়। এর বেশ কিছু সুবিধা রয়েছে। বাজারের উত্থান-পতন নিয়ে বেশি চিন্তা করতে হয় না। চাকরিজীবীদের জন্য এটা দুর্দান্ত বিকল্প। ৬০ বছর বয়সে পৌঁছে টাকাপয়সার জন্য অনয়ের উপর নির্ভরশীল হতে হবে না। ভাল রিটার্ন পেতে চাইলে মিউচুয়াল ফান্ডই আদর্শ। বাজারের ওঠানামার উপর রিটার্ন নির্ভর করে। ফলে এতে ঝুঁকি আছে। কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে যে রিটার্নও পাওয়া যাবে তা অন্য কোথাও মিলবে না। প্রতি মাসে ১২০০ টাকা বিনিয়োগ করে ম্যাচিউরিটির সময় ৭৭.৭৯ লক্ষ টাকা হাতে পাওয়ার মতো স্কিমও রয়েছে।
জানুন বিস্তারিতঃ
কারও ২৫ বছর বয়স। এসআইপি-র মাধ্যমে ভাল কোনও মিউচুয়াল ফান্ড স্কিমে টাকা রাখতে শুরু করলেন। তিনি ৬০ বছর বয়সে অবসর নেবেন। অর্থাৎ প্রায় ৩৫ বছর ধরে বিনিয়োগ চলবে। এখন তাঁকে এই ৩৫ বছর প্রতি মাসে ১২০০ টাকা বিনিয়োগ করে যেতে হবে। তাহলে কী দাঁড়াল? যদি কেউ ৩৫ বছর প্রতি মাসে ১২০০ টাকা বিনিয়োগ করে যেতে পারেন তাহলে মেয়াদ শেষে অর্থাৎ ৬০ বছর বয়সে তিনি প্রায় ৭৭.৭৯ লক্ষ টাকা হাতে পাবেন।