দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত বছর শারদীয়ার সময়েই রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার একে অপরের সঙ্গে রাজকীয় ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২৪ সালের, অক্টোবরের ৩ তারিখ, গোধূলি লগ্নে অগ্নিসাক্ষী রেখে সারাজীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন তাঁরা। তবে বিয়ের একমাসের মাথায় সুখবর দিয়েছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, তাঁর মাতৃত্বের কথা। আর এবার বেবি বাম্প নিয়ে স্পেশাল ফটো শুটে রূপসা-র। সঙ্গে রয়েছেন তাঁর মনের মানুষ সায়নদীপ।
সন্তান আসার সুখবর জানিয়ে রূপসা ও সায়নদীপ বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন যেমন, কেকের উপর লেখা- ‘হবু মা-বাবা।’ আবার কখনোও বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড়ের মাঝে গোলাপি রঙের ছোট্ট মিষ্টি জুতো রূপসার হাতে। আরেকটি ছবিতে দেখা গেল, ট্রে-র উপর একদিকে রাখা নীল রঙের ছোট্ট কাপড়, আরেকদিকে গোলাপি রঙের ছোট্ট জুতো। দম্পতিকে দেখা গেল, গোলাপি জুতো হাতে। রূপসা-সায়নদীপ যে কন্যাসন্তান চাইছেন, সেই ইঙ্গিতই দিয়েছিলেন তাঁরা। মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ রূপসা চট্টোপাধ্যায়। ক্ষুদের আগমনের আগেই হুল্লোড়ে মেতেছেন গোটা পরিবার।
ছবিতে দেখা গেছে, পরনে হালকা নীল রঙের ডেনিম প্যান্ট ও সাদা শার্ট। খোলা চূলে বাঁধা চওড়া হেডব্যান্ড। সাদা শার্টের ফাঁক দিয়ে উঁকি মারছে রূপসার উন্মুক্ত বেবিবাম্প। একই রঙের পোশাকে ফটোশুটে অংশ নিয়েছেন রূপসার স্বামী সায়নদীপ। সেই ছবি মুহূর্তের মধ্যে স্থান পেয়েছে সমাজ মাধ্যমে। ছবি ভাগ করে ক্যাপশনে তাঁরা লিখেছেন, " মাতৃত্বের উদযাপন করছি। " পাশাপাশি সোশাল মিডিয়ায় রূপসা এবং সায়নদীপ জানিয়েছেন, “এখন থেকে সম্ভবত সব শিশুদিবসই আমাদের কাছে বিশেষ হতে চলেছে। কারণ পরের বছর থেকে আমাদের সঙ্গে থাকবে আমাদের জুনিয়র। খুদে আসছে। আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা কাম্য।”