Game

4 days ago

ICC U-19 Women's T20 World Cup:আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

ICC U-19 Women's T20 World Cup
ICC U-19 Women's T20 World Cup

 

কলকাতা, ১৮ জানুয়ারি : আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে গ্রুপ এ তে রয়েছে ভারত৷ নিকি প্রসাদের নেতৃত্বে ভারত, রবিবার কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে।

ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র আছে গ্রুপ বি তে। গ্রুপ সি-তে আছে নিউজিল্যান্ড, নাইজেরিয়া, সামোয়া এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ডি-তে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেপাল ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচগুলি ২৩ জানুয়ারী পর্যন্ত হবে, তারপরে ২৫ জানুয়ারি থেকে সুপার সিক্স শুরু হবে।

সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি, তারপর ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের বেইউমাস ওভালে। দক্ষিণ আফ্রিকায় ২০২৩ সংস্করণে ইংল্যান্ডকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী সংস্করণও জিতেছিল ভারত।

অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫-এর ভারতীয় স্কোয়াড:

নিকি প্রসাদ ( অধিনায়ক ), সনিকা চালকে, জি ত্রিশা, কমলিনী জি, ভাবিকা আহিরে, ঈশ্বরী আওয়াসারে, মিথিলা বিনোদ, জোশিতা ভিজে, সোনম যাদব, পারুণিকা সিসোদিয়া, কেশরী ধৃতি, আয়ুষী শুক্লা, অনিন্দিতা কিশোর, এমডি শবনম, বৈষ্ণম।

You might also like!