Business

1 year ago

Twitter: টুইটারের নিয়মকানুন ঢেলে সাজাচ্ছেন মাস্ক, নিয়মের জেরে গুনতে হতে পারে বাড়তি টাকা

Elone Musk
Elone Musk

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পরেই ব্যবহারকারীদের প্রোফাইল ‘ভেরিফিকেশন’ পদ্ধতিতে বদল আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। টুইটারে নিজের প্রোফাইলে ব্লু টিক রাখতে হলে ব্যবহারকারীদের এবার থেকে মাসে মাসে গুনতে হবে টাকা। 

 টুইটারে এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে মাস্ক বলেন, ‘‘টুইটারের ব্যবহারকারীর প্রোফাইল যাচাই করা বা ভেরিফিকেশনের সমগ্র পদ্ধতিটাই পুনর্গঠন করা হচ্ছে।’’তবে নিয়মের কী বদল আসতে চলেছে তা এখনো পরিষ্কার করে বলেননি মাস্ক। 

তবে সংবাদমাধ্যম সূত্রে খবর, এ বার থেকে যাঁরা টুইটারের ‘ব্লু মেম্বার’ অর্থাৎ যাঁদের টুইটারের সাবস্ক্রিপশন রয়েছে, তাঁদের মধ্যেই ‘ব্লু টিক’ সীমাবদ্ধ রাখা হবে। এই সাবস্ক্রিপশনের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। সেই খরচও বাড়িয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সাবস্ক্রিপশনের খরচ বেড়ে হবে ১৯.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৬০০ টাকা।

টুইটারে যাঁদের সাবস্ক্রিপশন রয়েছে, তাঁরা কিছু বাড়তি সুবিধা ভোগ করে থাকেন। নিজেদের টুইট তাঁরা ইচ্ছামতো মুছতে বা সংশোধন করতে পারেন। টুইটারে নতুন করে ব্লু টিক পেতে চাইলে টাকা দিয়ে আগে সাবস্ক্রিপশন নেওয়ার নিয়ম চালু করতে পারেন মাস্ক। সেই সঙ্গে যাঁদের আগে থেকেই ব্লু টিক রয়েছে, তাঁরা সেটি টিকিয়ে রাখার জন্য ৯০ দিন সময় পাবেন বলে সূত্রের দাবি।টুইটারে যাঁদের অনুরাগীর (ফলোয়ার) সংখ্যা অনেক বেশি, তাঁরা ব্লু টিকের জন্য আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইল যাচাই করে ব্লু টিক অনুমোদন করে কর্তৃপক্ষ। এই প্রক্রিয়ায় বদল আনছেন নতুন মালিক মাস্ক। সূত্রের খবর, পরিবর্তনের কাজ সম্পন্ন করার জন্য টুইটারের ইঞ্জিনিয়ারদের সময়ও বেঁধে দিয়েছেন তিনি।


You might also like!