দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সেম ডে ডেলিভারিতে রেকর্ড তৈরি করল বিশ্বের অন্যতম জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম অ্য়ামাজন। সংস্থার তরফে জানানো হয়েছে, অন্য বছরের তুলনায় সেম ডে ডেলিভারি এবং সাব সেম ডে ডেলিভারির সংখ্যা ৬৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এবং দেশের মোট ১০ টি বড়বড় শহরে এই পরিষেবা দেওয়া হয়েছে।
৮ অক্টোবর থেকে শুরু হয়েছে অ্য়ামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৩। বিভিন্ন প্রডাক্টে বিপুল ছাড় দেওয়ার পাশাপাশি সংস্থার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অতি দ্রুত ক্রেতাদের কাছে প্রডাক্ট পৌঁছে দেওয়া হবে। সেইমতো কাজও শুরু হয়। মূলত ফেস্টিভ সিজিনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
অ্য়ামাজনের তরফে জানানো হয়েছে, প্রডাক্ট ডেলিভারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রেকর্ড তৈরি করেছে তাদের সংস্থা। তাদের ডেলিভারি নেটওয়ার্ক ঢেলে সাজানো হয়েছে। সেকারণেই অতি দ্রুত প্রডাক্ট ডেলিভারি করা সম্ভব হয়েছে।
এই উদ্যোগকে সফল করতে ভারতীয় রেল এবং ভারতীয় ডাক বিভাগের সঙ্গে হাত মিলিয়েছিল অ্য়ামাজন। বর্তমানে সারা দেশের প্রায় ১০০টি ট্রেনের মাধ্যমে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যায় অ্য়ামাজন।