Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Horoscope

1 year ago

Rashifal : আজকের দিন ২৯ সেপ্টেম্বর, ২০২৩ কী বলছে আপনার স্টারসাইন জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের কষ্ট থাকবে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। 


বৃষ রাশিঃ  ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা। ক্রোধ সম্বরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে বিবাদ। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। আর্থিক চাপ থাকতে পারে। বাড়ির বাইরে কারও সঙ্গে বিবাদ হতে পারে।  কর্মস্থানে আপনাকে কারও কথামতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে আপনি তেমন কোনও সাহায্য পাবেন না।  


মিথুন  রাশিঃ সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা হতে পারে। বন্ধুদের কাছ থেকে ভালবাসা পেতে পারেন।  ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বুদ্ধিভ্রংশ হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে।  


কর্কট রাশিঃ উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার যোগ। কোনও আত্মীয়ের জন্য দুশ্চিন্তা। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। একটু একা থাকতে ভাল লাগবে। জমি-বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে। 


সিংহ  রাশিঃ কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য লাভের যোগ। বিবাহের শুভ যোগাযোগ। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। 


কন্যা  রাশিঃ সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে। সন্তানদের নিয়েও অশান্তি হতে পারে। এই সব অশান্তির জন্য মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। 


তুলা রাশিঃ বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসার সম্ভাবনা। মাথার যন্ত্রণা হতে পারে। দুপুরের পরে কারও প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে। ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভাল হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয়।  


বৃশ্চিক রাশিঃ স্ত্রীর সঙ্গে তর্ক হওয়ায় ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে সম্ভাবনা। ব্যবসার কাজে চাপ বৃদ্ধি। প্রেমে আঘাত পেতে পারেন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।  অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। 


ধনু রাশিঃ পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ পেতে পারেন। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি।  শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলার জন্য পরিবেশ আয়ত্তে থাকবে না। কাজের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে।  


মকর রাশিঃ ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারে। কারও চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। চাকরির স্থানে কারও সঙ্গে তর্ক হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। আর্থিক চাপ বাড়তে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে।  


কুম্ভ রাশিঃ সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। কাজে সুফল পেতে পারেন। বাড়িতে কোনও ভুল কাজ করার জন্য অনুতাপ। ধর্ম নিয়ে আসক্তি বাড়তে পারে। ব্যবসায় ফল মধ্যম। প্রচুর পরিশ্রমের যোগ। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে।  


মীন রাশিঃ প্রিয়জনের জন্য মনঃকষ্ট। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক। সন্তানের জন্য দুশ্চিন্তা। প্রিয়জনের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা ভাল চললেও প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। 

You might also like!