Health

1 year ago

Covid Update in India : সুস্থতার পথে এগোচ্ছে দেশ! প্রতিদিন কম হচ্ছে করোনার সংক্রমন

INDIA adds 13,734 new covid case
INDIA adds 13,734 new covid case

 

নয়াদিল্লি, ২ আগস্ট : ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা নিরন্তর কমছে, নিম্নমুখী মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৩৪ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৪৩০-তে পৌঁছেছে। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৩৯ হাজার ৭৯২-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৩৪ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৩৯ হাজার ৭৯২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৬ লক্ষ ৭৭ হাজার ৪০৫ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২,০৪,৬০,৮১,৯৮১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৪৩০ জন (১.২০ শতাংশ)। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৩,৮৩,৭৮৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৯ শতাংশ।

You might also like!