Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Health

2 years ago

Dust Allergy: আধুনিক জীবনে ডাস্ট অ্যার্লার্জি বড় সমস্যা, রইল মোকাবিলার সহজ ৭টি উপায়

Dust Allergy
Dust Allergy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপ্রবল ধুলো আর ক্রমবর্ধমান বায়ু দুষণের কারণ ডাস্ট অ্যালার্জির সমস্যায় আমরা সকলেই কমবেশি ভুগে থাকে। বর্তমানে ডাস্ট অ্যালার্জি আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই সময়া শুধুমাত্র উত্তর আফ্রিকা, আরব উপদ্বীপ , মধ্য এশিয়া, চিনের মত শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চলে পরিবেশ ও অর্থনীতি সবকিছুর ওপর প্রভাব ফেলছে। ভারতেও ডাস্ট অ্যালার্জির প্রবণতা বাড়ছে গরমকাল আর শীতকালে। কারণ এই সময়টা বৃষ্টির অভাবে মাটি শুকিয়ে গিয়ে দুষণ আর ধুলোর আধিক্য দেখা যায়। আধুনিক জীবনের কঠিন সমস্যা বায়ু দুষণ আর ধুলো ঝড় থেকে বাঁচতে রইল ৭টি টিপস।

১. ডাস্টা অ্যালার্জি থেকে বাঁচার জন্য সহজ যে কাজটা করতে হবে তা হল বাইরে বার হলেই মাস্ক পরতে হবে। N95-গ্রেডের মাস্ক পরাই শ্রেয়। যা মুখ ও নাকের চারপাশ ভালকরে ঢেকে রাখে। সার্জিক্যাল মাস্ক বায়ু দুষণ বা ধুলো থেকে সুরক্ষা প্রদান করতে পারে না।

২. আশেপাশের বায়ুকে ফিল্টারিং এবং বিশুদ্ধ করে অভ্যন্তরীণ বায়ুর গুণমান বৃদ্ধিতে সহায়ক হতে প্রমাণিত হয়েছে। এয়ার ফিল্টারের ব্যবহার ধুলোর অ্যালার্জি দূর করতে এবং একটি পরিষ্কার এবং স্বাস্থ্যকর ইনডোর পরিবেশ তৈরি করে সামগ্রিক শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

৩. ডাস্ট অ্যালার্জির জন্য আপেল সিডার খুবই উপকারী। ডাস্ট অ্যালার্জির কারণে যাদের সর্দি বা কাশি হয় তারা এটি ব্যবহার করতে পারেন। এটি সামগ্রিক শ্বাসযন্ত্রের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।

৪. ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে ভেষজ চা পান করুন। যে ভেষজ চায়ে ক্যামোমাইল বা নেটাল, রয়েছে তা খুবই উপকারী।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণ ফল আর শাকসবজি খান। ওমেগা ও ৩ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান।

৬. ডাস্ট অ্যালার্জির কারণে অনেকেরই চোখ চুলকায় বা জ্বালা করে। এই সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আইড্রপ ব্যবহার করেন। সময় পেলে চোখ পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনের বেলা রাস্তায় বার হলে রোদ চশমা পরলে কিছুটা আরাম পাবেন।

৭. ডাস্ট অ্যালার্জির কারণে অনেকেরই নাক বন্ধ হয়ে যায়। এর দুটি প্রতিকার একটি হল ইউক্যালিপটাস তেল বা স্প্রেরশ্বাস নেওয়া। এতে ডিকনজেস্ট্যান্ট থাকে যা নাক ও সংলগ্ন এলাকা ময়েশ্চারাইজ করতে পারে।

You might also like!