Health

1 year ago

Pica : কিশোরীর পেটে মিলল কিলো কিলো চুল, পরে জানা গেল পিকা রোগে আক্রন্ত তিনি, পিকা রোগ কী জানেন কী

Pica
Pica

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খাবারের সাথে সামান্য চুল ও যদি আমাদের পেটে যায় তবেই হুলস্থুল কান্ড বেধে যা, সেখানে চিনের এক কিশোরীর পেট থেকে মিলেছে তিন কেজি চুল! শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যিই ঘটেছে। তার পেটে চুল জমতে জমতে তার অন্ত্রটি প্রায় ব্লক করে দিয়েছিল। অবস্থা এমন হয় কি খাবার গ্রহনের মতো তার পাকস্থলিতে কোনো জায়গা ছিল না।  

বেশ কিছুদিন যাবৎ কিশোরীটি খাদ্য গ্রহন করছিল না তা দেখে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে পরীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।পরে  চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার পেট থেকে চুলের গোলা বার করেন, যার ওজন ছিল একটা আস্ত ইটের সমান। টানা দু’ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। সাউথ মর্নিং পোস্ট-এর একটি প্রতিবেদন অনুযায়ী  জানা যায় কিশোরীটি ‘পিকা’ নামক রোগে আক্রান্ত। 

 পিকা রোগটি আসলে কী?  

হচ্ছে এমন কোনও জিনিসের জন্য ক্ষুধা যা সাধারণত পুষ্টিকর হিসাবে বিবেচিত হয় না, যেমন ময়লা, কাদামাটি, কাগজ বা খড়ি। বাচ্চাদের আয়রনের ঘাটতি হওয়ার একটি সর্বোত্তম লক্ষণ হলো পিকা এবং এটি জিংক বা দস্তার ঘাটতিতেও দেখা দিতে পারে। পিকাকে অটিজম এবং টুরেট’স সিনড্রোম সহ বেশ কয়েকটি নিউরবায়োলজিকাল ব্যাধিগুলির লক্ষণ হিসাবেও দেখা যায় এবং এটি কখনও কখনও 'গর্ভাবস্থায় দেখা যায়।  

পিকা রোগের কারনঃ 

১/খনিজ ঘাটতি

২/রক্তে কম হিমোগ্লোবিন ঘনত্ব

৩/সীত্সফ্রেনীয়্যা 

পিক রোগের ফলে যেসব জটিলতা দেখা দিতে পারে 

১/আন্ত্রিক প্রতিবন্ধকতা

২/ লিড বিষাক্ত 

চিকিৎসকরা বলেন, ‘‘মেয়েটি আমাদের কাছে আসে, কারণ সে খেতে পারছিল না। নানা পরীক্ষার পর ধরা পড়ে, ওর পেটে এত পরিমাণে চুল জমে রয়েছে যে খাবার ঢোকার বিন্দুমাত্র জায়গা নেই। পাকস্থলী পুরোটাই চুলে ভরা। মেয়েটি দাদু–দিদার সঙ্গে থাকে। তাঁরা মেয়েটির এই মানসিক রোগের ব্যপারে ওয়াকিবহাল ছিলেন না। এই সমস্যা কয়েক দিনের নয়, দীর্ঘ দিন ধরে মেয়েটি এই মানসিক সমস্যায় ভুগছিল। বাবা-মা তার প্রতি আরও একটু যত্নশীল হলে বোধ হয় এই পরিস্থিতি এড়ানো যেত।’’

You might also like!