বুয়েনস আইরেস, ৬ সেপ্টেম্বর : এই প্রথম দলে দি মারিয়াও নেই, দলের প্রাণভোমরা লিওনেল মেসিও নেই। তাই শুক্রবার চিলির বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি আর্জেন্টিনার কাছে ছিল একটা পরীক্ষা। সেই পরীক্ষায় ভালভাবে উতরে গেল মেসি-মারিয়া বিহীন আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের তিন গোল দিল লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ বাছাইয়ে আধিপত্য ধরে রেখে শীর্ষস্থানেই থাকল আর্জেন্টিনা।
বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তালে শুক্রবার চিলিকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। গোলগুলি করেছেন মার্ক আলিস্তের, হুলিয়ান আলভারেস ও পাওলো দিবালা।
আগেই টেবিলে শীর্ষে ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করল আর্জেন্টিনা। পরের ম্যাচে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালিস্ট কলম্বিয়ার মুখোমুখি হবে।