দুবাই, ১২ সেপ্টেম্বর: আগামী ৩ অক্টোবর থেকে শারজা ও দুবাইয়ের শুরু হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ দলের এই টুর্নামেন্ট চলবে ২০ অক্টোবর পর্যন্ত। ১৮ দিন জুড়ে ২৩টি ম্যাচ হবে। ২০টি লিগ ম্যাচ দুবাই এবং শারজার মধ্যে বিভক্ত হবে, যার একটি সেমিফাইনাল শারজায় হবে এবং অন্য সেমিফাইনাল এবং ফাইনাল দুবাইতে অনুষ্ঠিত হবে।
এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি), দুবাই স্পোর্টস কাউন্সিল (ডিএসসি),মূল আয়োজক আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যুক্ত হয়ে এই ইভেন্টের জন্য কাজ করছে। টুর্নামেন্টে এ গ্রুপে থাকছে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এবং বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস ঘোষণা করেছেন, এবার ১৮ বছরের কম বয়সী সকলের জন্য বিনামূল্যে প্রবেশের সাথে সর্বনিম্ন টিকিটের মূল্য হবে ভারতীয় মুদ্রায় ১১৫ টাকা। আইসিসির প্রধান নির্বাহী বলেছেন,এই অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে প্রথম মহিলা ক্রিকেটের বড় ইভেন্ট। এখানকার মহিলাদের উৎসাহিত করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।