Game

5 days ago

Virat Kohli:একই দলে খেলবেন বিরাট, বাবর, বুমরা, শাহিনরা

Virat Kohli
Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  একই দলে এবার খেলতে দেখা যেতে পারে বিরাট, বাবর, বুমরা, শাহিনকে! এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে অ্যাফ্রো-এশিয়ান কাপের মাধ্যমে।যার আয়োজন হয়েছিল ১৭ বছর আগে অর্থাৎ ২০০৫ ও ২০০৭ সালে।

অ্যাফ্রো-এশিয়া কাপের এই দুই আসরে হয়েছিল বেশ কিছু ম্যাচ, যেখানে একই দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে, শাহিদ আফ্রিদি, শোয়েব আখতারকে।

বিভিন্ন দেশের সেরা ক্রিকেটারদের সুযোগ হয়েছিল এক দলের হয়ে খেলার। এশিয়া একাদশ গঠন করা হয়েছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে। অন্য দিকে আফ্রিকা একাদশ গঠন করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে এবং কেনিয়ার ক্রিকেটারদের নিয়ে। ২০০৫ সালের একদিনের সিরিজ হয়েছিল। সিরিজের ফল ছিল ১-১। আর ২০০৭ সালের সিরিজ হয়েছিল একদিনের ক্রিকেটের সঙ্গে টি-টোয়েন্টি।সেই সিরিজে ৩-০তে জিতেছিল এশিয়া একাদশ।

এবার এই প্রতিযোগিতা ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয়েছেন আফ্রিকা ক্রিকেট সংস্থার প্রাক্তন কর্তা সুমোদ দামোদর। তিনি বলেছেন, “অ্যাফ্রো-এশিয়া কাপ যাতে আবার শুরু যায় সেই চেষ্টা করে যাচ্ছি। এত বছর এই প্রতিযোগিতা না হওয়ার জন্য আমি দুঃখিত।"

সুমোদ দামোদর মনে করেন, আইসিসি-র নতুন চেয়ারম্যান জয় শাহ এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহিন্দা ভালিপুরম এই প্রতিযোগিতা আবার শুরু করার ব্যাপারে উৎসাহ দেখাবেন।

You might also like!