Game

1 year ago

Sailen Manna's birthday: আগামীকাল ভারতীয় ফুটবলের প্রবাদপ্রতিম শৈলেন মান্নার জন্মদিন

Shailene Manna (File Picture)
Shailene Manna (File Picture)

 

কলকাতা, ৩১ আগস্ট : শৈলেন মান্না। ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি ফুটবলার সুদীর্ঘ দুই দশক কলকাতা ময়দানের সঙ্গে ভারতীয় ফুটবলে দাপটের সঙ্গে খেলেছেন। হয়েছেন মোহনবাগান, বাংলা এবং ভারতের অধিনায়ক। তার বড় সাফল্য প্রথম এশিয়ান গেমসে । সেই গেমসে তার অধিনায়কত্বে ভারত সোনা জয় করেছিল। তারপর অলিম্পিকে অধিনায়ক হয়েছেন। সারাটা জীবন তিনি ফুটবল খেলে গেছেন অক্লান্তভাবে। ফুটবল খেলে

গড়ে গেছেন অনেক ইতিহাস। ফুটবল থেকে বিদায় নিয়ে জড়িয়ে পড়েছিলেন ফুটবলারদের সেবায়। সেজন্য তিনি সবার মান্নাদা। শৈলেন মান্নার জন্ম ১৯২৪ সালের ১লা সেপ্টেম্বর হাওড়ায়। মাত্র ১৬ বছর বয়সেই ক্লাব ফুটবলে প্রবেশ। দু’বছর হাওড়া ইউনিয়নে খেলার পর যোগ দেন মোহনবাগানে। এরপর একটানা ১৯ বছর মোহনবাগান ক্লাবে খেলেছেন।

শৈলেন মান্নার ফুটবল জীবন ১৯৬০-এ শেষ হলেও ফুটবল মাঠের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল চিরকালের। ময়দানে তিনি ছিলেন সকলেরই প্রিয় মান্নাদা। মোহনবাগান ক্লাবের প্রশাসনের দায়িত্বেও ছিলেন দীর্ঘ বছর। ১৯৭১-এ ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মান দেয়। গোষ্ট পালের পর তিনিই প্রথম ফুটবলার যাঁকে, পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। ২০০০ সালে তাঁকে সহস্রাব্দের সেরা ফুটবলারের সম্মান দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ২০০১-এ মোহনবাগান রত্ন সম্মান দেওয়া হয় মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে। আজীবন ফুটবলকেই ভালবাসার মানুষটির চিরবিদায় ঘটে ২৭ শে ফেব্রুয়ারি ২০১২। আজ তার ৯৯তম জন্মদিন। বাংলার মানুষ তো বটেই, সমগ্র ভারতবাসী তাকে স্মরণ করছে এই দিনে।


You might also like!