Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Game

1 year ago

Asian Games:আজ এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে সোনালি ইতিহাসের হাতছানি, দেখে নিন অন্যান্য খেলার সূচি

Asian Games
Asian Games

 

হানঝাউ, ১ অক্টোবর : আজ এশিয়ান গেমসে থাকছে ব্যাডমিন্টনে সোনালি ইতিহাসের হাতছানি। এই প্রথম বার টিম ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছেন প্রণয়, শ্রীকান্তরা। শুধু তাই নয়, বক্সিংয়ে নিখাত জারিন, অ্যাথলেটিক্সে মুরলী শ্রীশঙ্কররাও নামছে। আজ থেকে তিরন্দাজির ইভেন্ট শুরু হচ্ছে। যেখানে থাকছে একঝাঁক পদকের প্রত্যাশা।তাছাড়া হানঝাউ গেমসে আজকের ভারতের বিস্তারিত সুচি দেখে নিন।

তিরন্দাজি:

পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট (ধীরজ বোমাদেবারা, অতনু দাস, মৃণাল চৌহান, তুষার শেলকে), মেয়েদের কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্ট (অবনীত কৌর, জ্যোতি সুরেখা ভেনম, অদিতি স্বামী, পরনীত কৌর)। মেয়েদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট (ভজন কৌর, প্রাচী সিং, অঙ্কিতা ভকত, সিমরনজিৎ কৌর), পুরুষদের কমপাউন্ড ব্যক্তিগত রাউন্ড (প্রথমেশ জকার, রজত চৌহান, ওজস দেওতালে, অভিষেক ভার্মা)।

অ্যাথলেটিক্স:

মেয়েদের হেপ্টাথলন (স্বপ্না বর্মণ, নন্দিনী আগাসরা)। মেয়েদের ২০০ মিটার হিট (জ্যোতি ইয়ারাজি), সকাল ৭.১০। পুরুষদের ২০০মিটার হিট ও সেমিফাইনাল (অম্লান বরগোহাই)। পদকের ইভেন্ট-পুরুষদের শট পাট ফাইনাল (তাজিন্দরপল সিং তুর, সাহিব সিং)। পুরুষদের লং জাম্প ফাইনাল (মুরলী শ্রীশঙ্কর, জেসউইন অলড্রিন)। পদকের ইভেন্ট- পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ ফাইনাল (অবিনাশ সাবলে)। পদকের ইভেন্ট- মেয়েদের ডিসকাস থ্রো ফাইনাল (সীমা পুনিয়া)। পদকের ইভেন্ট- মেয়েদের ১৫০০মিটার ফাইনাল (হরমিলন বেইন, দীক্ষা)। পদকের ইভেন্ট- পুরুষদের ১৫০০ মিটার ফাইনাল (অজয় কুমার সরোজ, জিনসন জনসন), পদকের ইভেন্ট- মেয়েদের ১০০ মিটার হার্ডলস ফাইনাল (জ্যোতি ইয়ারাজি, নিত্যা রামরাজ)।

ব্যাডমিন্টন:

পুরুষদের টিম ইভেন্ট সোনার পদকের ম্যাচ, ভারত বনাম চিন।

বাস্কেটবল:

মেয়েদের প্রাথমিক পর্ব, গ্রুপ এ ভারত বনাম চিন।

বক্সিং:মেয়েদের ৫০ কেজি সেমিফাইনাল (নিখাত জারিন), মেয়েদের ৫৭ কেজি কোয়ার্টার ফাইনাল (পরবীন), মেয়েদের ৬০কেজি কোয়ার্টার ফাইনাল (জেসমিন)।

ব্রিজ (তাস):

পুরুষ, মহিলা, মিক্সড টিম রাউন্ড রবিন ২।

ক্যানোয়িং:

বেশ কিছু স্প্রিন্ট রেস হিট ও সেমিফাইনাল।

দাবা:

পুরুষদের টিম রাউন্ড ৩ (গুকেশ, বিদিত গুজরাটি, অর্জুন এরিগাসি, পেন্টালা হরিকৃষ্ণ, রমেশবাবু প্রজ্ঞানন্দ), মেয়েদের টিম ইভেন্ট রাউন্ড ৩ (কোনেরু হাম্পি, হরিকা দ্রোণবল্লী, বৈশালি রমেশবাবু, বন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী)।

ইকুয়েস্ট্রিয়ান:টিম ও ব্যক্তিগত ইভেন্ট (অপূর্ব কিশোর দাবাড়ে, বিকাশ কুমার, আশিস বিবেক লিমায়ে)।

গল্ফ:

পদকের ইভেন্ট- পুরুষদের ব্যক্তিগত ও টিম ইভেন্ট রাউন্ড ৪, অনির্বাণ লাহিরি, এসএসএসপি চৌরাসিয়া, খালিন যোশী, শুভঙ্কর শর্মা।

পদকের ইভেন্ট-মেয়েদের ব্যক্তিগত এবং টিম ইভেন্ট, রাউন্ড ৪:

প্রণবী, অবনী প্রশান্ত, অদিতি অশোক।

হকি:মেয়েদের গ্রুপ পর্ব, ভারত বনাম দক্ষিণ কোরিয়া।

কুরাশ:

পদকের ইভেন্ট, পুরুষদের -৮১ কেজি, মেডেল ইভেন্ট।

রোলার স্কেটিং:

পদকের ইভেন্ট-মেয়েদের স্পিড স্কেটিং ১০০০মিটার স্প্রিন্ট হিট সেমিফাইনাল। পুরুষদের স্পিড স্কেটিং ১০০০ মিটার স্প্রিন্ট হিট, সেমিফাইনাল, ফাইনাল।

সেপাকটাকরো: মেয়েদের প্রাথমিক পর্ব, ভারত বনাম লাওস, পুরুষদের প্রাথমিক পর্ব, ভারত বনাম জাপান , মেয়েদের প্রাথমিক পর্ব, ভারত বনাম চিন।

শুটিং:

পুরুষদের ট্র্যাপ যোগ্যতা অর্জন, টিম এবং ব্যক্তিগত পর্ব ২। মেয়েদের ট্র্যাপ যোগ্যতা অর্জন পর্ব ২, টিম এবং ব্যক্তিগত পর্ব।

স্কোয়াশ:

মিক্সড ডাবলস পুল এ ভারত বনাম কোরিয়া, মিক্সড ডাবলস পুল ডি, ভারত বনাম ফিলিপিন্স, পুরুষদের সিঙ্গলস রাউন্ড অফ ৩২, মিক্সড ডাবলস পুল এ ভারত বনাম পাকিস্তান, মিক্সড ডাবলস পুল ডি, ভারত বনাম পাকিস্তান।

ভলিবল:

মেয়েদের প্রাথমিক পর্ব পুল এ, ভারত বনাম চিন।


You might also like!