করাচি, ১১ জুন :ভারতীয় দলের কাছে হারার পর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে গত আসরের রানার্স–আপরা। এতে বেজায় চটেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির। তিনি মনে করেন দলের বাইরে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সময় এসেছে। শক্তিশালী দল গড়তে আমূল পরিবর্তন দরকার। দেশের মানুষ শীঘ্রই বড়সড় পরিবর্তন দেখবে।
আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা।ঘরের মাঠে পঞ্চাশ ওভারের ওই টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানকে আরও শক্তিশালী দল বানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন নাকভি।