Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Game

1 year ago

Asian Games :বাংলা থেকে এশিয়ান গেমসে যাচ্ছেন যাঁরা

Asian Games
Asian Games

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর:এবারের এশিয়ান গেমসে ভারত থেকে ৬৫৫ জন অ্যাথলিট চিনের হানঝাউতে যাচ্ছেন। এদের মধ্যে বাংলা থেকে মোট ২৪ জন অ্যাথলিট যাচ্ছেন এশিয়ান গেমসে।

কারা যাচ্ছেন হানঝাউতে:

অ্যাথলেটিক্স:

বাংলার অ্যাথলেটিক্স স্বপ্না বর্মনকে ও সোনিয়া বৈশ্য

বারের এশিয়ান গেমসে অংশ নিতে দেখা যাবে।

শুটিং:

শুটিংয়ে এশিয়ান গেমসে বাংলার হয়ে খেলতে দেখা যাবে মেহুলি ঘোষকে।

রাগবি:

এবারের গেমসের রাগবিতে দেখা যাবে বাংলার লছমি ওরান ও সন্ধ্যা রাইকে।

জিমন্যাস্টিক্স:

এবারের এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সে পারফর্ম করতে দেখা যাবে বাংলার প্রণতি নায়েককে।

সাইক্লিং:

বাংলার অ্যাথলিট ত্রিয়শা পালকে দেখা যাবে এবারের এশিয়াডের সাইক্লিং ইভেন্টে।

ক্রিকেট:(পুরুষ ও মহিলা):

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলার তিতাস সাধু এ বারের এশিয়াডে ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

মহিলা ক্রিকেট দলে দেখা যাবে রিচা ঘোষ ও দীপ্তিশর্মাকে।এদিকে পুরুষ ক্রিকেট টিমে বাংলা থেকে রয়েছেন শাহবাজ আহমেদ, মুকেশ কুমার।

তিরন্দাজি:

তিরন্দাজিতে বাংলা থেকে এশিয়ান গেমসে অংশ নিতে গিয়েছেন অতনু দাস।

ফুটবল:

ফুটবলে বাংলা থেকে এশিয়াডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সঙ্গীতা বাসফোর, অঞ্জু তামাং ও রহিম আলি।

টেবিল টেনিস:

এশিয়ান গেমসে মেয়েদের টেবল টেনিসে দেখা যাবে সুতীর্থা মুখোপাধ্যায় ও আহিকা মুখোপাধ্যায়কে।

তিরন্দাজ/ ইকুয়িস্ট্রিয়ান/গলফে/হ্যান্ডবল/

ইস্পোর্টস:

বাংলার ২৫ বছর বয়সী রিকার্ভ তিরন্দাজ অঙ্কিতা ভকত, ইকুয়িস্ট্রিয়ানে অনুশ আগরওয়াল, গলফে শিব চৌরাসিয়া, হ্যান্ডবলে নীনা শীলকে এবং ইস্পোর্টসে অয়ন বিশ্বাসকে দেখা যাবে গেমসে।


You might also like!