Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

Game

2 years ago

India Team: আগামীকাল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল

Suresh Raina (File Picture)
Suresh Raina (File Picture)

 

মুম্বই, ৫ ডিসেম্বর: আগামীকাল, ৬ ডিসেম্বর ভারতের ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ এবং একদিনের ম্যাচ এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। ভারত শেষবার দক্ষিণ আফ্রিকা সফর করেছে ২১-২২ সালে।সেবার ভারত টেস্ট সিরিজ জিতেছিল ২-১এ আর এক দিনের সিরিজ দক্ষিণ আফ্রিকা ৩-০তে জিতেছিল।

কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার সঙ্গে হয়ে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলের একাধিক খেলোয়ারকে বিশ্রাম দেয়া হয়েছিল। এই সফরে সেই সিনিয়র ক্রিকেটাররা আবারো দলে ফিরে এসেছে।তবে টি-টোয়েন্টি ফরমেটে নির্বাচকেরা তারুণ্যের ওপরই নজর দিয়েছেন।

টেস্ট ম্যাচ স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক),শুভমান গিল,যশষী জয়সওয়াল,বিরাট কোহলি,শ্রেয়াস আইআর,ঋতুরাজ, গাইকোয়ার্ড,ঈশান কিসান, কে এল রাহুল,রবিচন্দ্রন অশ্বিন,রবীন্দ্র জাদেজা,শারদুল ঠাকুর,মোহাম্মদ সামি,মোহাম্মদ সিরাজ,মুকেশ কুমার,বুমরা,প্রসিদ্ধ কৃষ্ণ।

ওডিআই স্কোয়াড:

ঋতুরাজ গাইকোয়ার্ড,সাই সুদর্শন,তিলক ভার্মা,রজত পতিদার,রিংকু সিং,শেয়াস আইয়ার,কে এল রাহুল (অধিনায়ক),সঞ্জু স্যামসাং,অক্ষর প্যাটেল,ওয়াশিংটন সুন্দর,কুলদীপ যাদব,জজুবেন্দ্র চাহাল,মুকেশ কুমার,আবেশ খান,অর্শ দীপ সিং,মোহাম্মদ সিরাজ,দীপক চাহার।

টি-টোয়েন্টি স্কোয়াড:

যস্বশ্রী জয়সওয়াল,শুভমান গিল,ঋতুরাজ গায়কোয়াড,তিলক ভার্মা,সূর্য কুমার যাদব(অধিনায়ক),রিংকু সিং,শেয়াস আইয়ার,ঈশানহট সো কিষান,ওয়াশিংটন সুন্দর,রবি বিষ্ণুই,কুলদীপ যাদব, আশদীপ সিং,মোহাম্মদ সিরাজ,মুকেশ কুমার,দীপক চাহার।

You might also like!