Game

6 hours ago

Womens Cricket : দল বাড়ছে উইমেন্স ক্রিকেট বিশ্বকাপে

Womens Cricket  (symbolic picture)
Womens Cricket (symbolic picture)

 

দুবাই , ৮ নভেম্বর : উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০২৯ সালে পরবর্তী আসরে অংশ নেবে ১০ দল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি শুক্রবার এক বিবৃতিতে ঘোষণা করেছে । ভারতে সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপসহ গত সাতটি আসর হয়েছে ৮ দলের। এই আসরে দর্শক উপস্থিতি স্পর্শ করেছে নতুন উচ্চতা। গোটা আসরে প্রায় তিন লাখ দর্শক স্টেডিয়ামে খেলা দেখেছে, যা মহিলা ক্রিকেট ইভেন্টে টুর্নামেন্টে দর্শক উপস্থিতির আগের রেকর্ড ভেঙে দিয়েছে। টেলিভিশন দর্শকেরও রেকর্ড হয়েছে এবার। এই বিশ্বকাপের সাফল্যে উজ্জীবিত হয়ে পরবর্তী আসরে দলসংখ্যা আরও দুটি বাড়াতে সম্মত হয়েছে আইসিসি বোর্ড তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।

You might also like!