Game

1 month ago

India vs Afghanistan:আগামীকাল ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ডিফেন্স সাজাতে ব্যস্ত স্টিমাচ

Sunil Chetri
Sunil Chetri

 

কলকাতা, ২০ মার্চ : বৃহস্পতিবার, ২১ মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের। ভারতের ম্যাচটি হবে সৌদি আরবের আভাতে। আফগানিস্তানে গিয়ে আফগানদের হারানো ব্যাপারটা খুবই কঠিন। তাই ভারত চাইছে এই ম্যাচ থেকে একটা পয়েন্ট পেতে। কিন্তু আফগানদের বিরুদ্ধে নামার আগে দুটি চিন্তা ভারতীয় কোচের। এক, আভার উচ্চতা। কারণ সমতল থেকে অনেকটাই উঁচুতে সৌদি আরবের এই শহর। তাই কয়েকদিন আগে আভাতে পৌঁছে ভারতীয় দল জোর প্রস্তুতি চালাচ্ছে। দুই, ডিফেন্সে সন্দেশ জিঙ্ঘানের বিকল্প কে হবেন? কারণ, এশিয়ান কাপে হাঁটুতে চোট পাওয়ার জন্য সন্দেশ মরশুমের বাকি ম্যাচ আর খেলতে পারবেন না। তাই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি দলে নেই। ফলে তার মতো শক্তিশালী খেলোয়াড় ছাড়াই ডিফেন্স লাইন সাজাতে হচ্ছে কোচ ইগর স্টিমাচকে। তার জায়গায় কে ডিফেন্স সামলাবেন সেই চিন্তায় এখন রয়েছেন তিনি।

ইগর এখন সন্দেশের জায়গায় সবুজ মেরুন ডিফেন্ডার আনোয়ার আলীকে খেলাতে চাইছেন।এই আনোয়ারও আইএসএলে চোট পেয়েছিলেন। পরে চোট মুক্ত হয়ে মোহনবাগানে ফিরে আইএসএলে যাপারফরম্যান্স করেছেন তাতে জাতীয় দলের সেন্ট্রাল ডিফেন্সে কাল তিনি কোচের পছন্দের তালিকায় রয়েছেন। আনোয়ারের সঙ্গী হতে পারেন রাহুল ভেকে।এছাড়া স্টিমাচের হাতে রয়েছেন আকাশ মিশ্র, মেহতাব সিং, নিখিল পূজারী, শুভাশিস বসু, আমেয় রানাওয়াডে, জয় গুপ্ত।সুতরাং আগামীকাল সেন্ট্রাল ডিফেন্সে রাহুল এবং আনোয়ার খেললে রাইট ও লেফট ব্যাকে খেলতে পারেন মেহেতাব সিং, শুভাশিস বোস ও আকাশ মিশ্রের মধ্যে একজন। তাছাড়া জয় গুপ্তা, ইমরান খান এবং রালতেকেও নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে আফগানিস্তান ম্যাচের জন্য। সুতরাং শক্তিশালী আফগানিস্তানের বিরুদ্ধে আগামীকাল ডিফেন্স সামলে ভারতীয় দল একটা পয়েন্ট পায় কিনা সেটাই দেখার।


You might also like!