Game

10 months ago

Md. Siraj : দৃষ্টান্ত স্থাপন করলেন সিরাজ

Md. Siraj (File Picture)
Md. Siraj (File Picture)

 

কলম্বো : এশিয়া কাপ ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ সিরাজ। ফাইনাল শেষে সেরার পুরস্কার নিতে এসে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করলেন সিরাজ। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার ডলার । আর এই পুরস্কার এর অর্থ তিনি প্রেমাদাসা স্টেডিয়ামের মাঠকর্মীদের দিয়ে দেওয়ার ঘোষণা দেন। গোটা আসরেই বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে মাঠ ঠিক করে খেলার উপযোগী করে তুলতে কঠোর পরিশ্রম করেছেন মাঠকর্মীরা। তাই তাদের উদ্দেশ্যে এই পুরস্কার দিচ্ছেন ম্যাচ সেরা সিরাজ।

সিরাজ বলেন, 'আমি যে পুরস্কারের অর্থ পেলাম, সেটি মাঠকর্মীদের মধ্যে বণ্টন করে দিতে চাই। ওদের কঠোর পরিশ্রমের জন্যই আমরা খেলতে পারছি। আমি জানি এ টাকা কিছু নয়। ওরা আরও অনেক টাকা পাওয়ার দাবি রাখেন। তাদের অবদান অনস্বীকার্য, তারা ছাড়া এই টুর্নামেন্ট শেষ করা অসম্ভব ছিল।'

শুধু সিরাজই নয়, মাঠকর্মীদের পুরস্কৃত করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)ও। গোটা টুর্নামেন্টে কঠোর পরিশ্রমে মাঠ খেলার উপযোগী করে তোলার জন্য এসিসির পক্ষ থেকে মাঠ কর্মীদের ৪২ লাখ টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন বিসিসিআই সভাপতি জয় শাহ।

You might also like!