কলকাতা, ২৬ আগস্ট : সোমবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত টাইব্রেকারে হেরে গেল বাংলাদেশের কাছে। এই ম্যাচ জিতে বাংলাদেশ ফাইনালে গেল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। এরপর টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের যুবারা।
নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সেআক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে উঠেছিল। আক্রমণে ভারত বাংলাদেশের থেকে এগিয়ে থাকলেও কোনো গোল করতে পারেনি। উল্টে সুযোগ কাজে লাগিয়ে লিড নেয় বাংলাদেশের ছেলেরা।
ম্যাচের ৩৬ মিনিটে দুর্দান্ত সংঘবদ্ধ এক আক্রমণ থেকে গোল করে বাংলাদেশ।ম্যাচের ৭৫তম মিনিটে ভারতকে সমতায় ফেরান গেয়ারি। এরপর টাইবেকারে ৪-৩ গোলে জয় নিয়ে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। ফাইনালে আগামী বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ খেলবে স্বাগতিক নেপালের সঙ্গে ।