থিম্পু, ২৪ সেপ্টেম্বর : মঙ্গলবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। ভারত একটি খেলা বাকি রেখে গ্রুপ এ-থেকে শীর্ষস্থানে থেকে সেমিফাইনালে গেছে।
গ্রুপ এ-তে পরিস্থিতি যা তাতে মালদ্বীপের সেমিফাইনালে যেতে হলে একটি ড্র প্রয়োজন, যেখানে বাংলাদেশ একের বেশি গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মালদ্বীপের চেয়ে। এদিন বাংলাদেশ ভারতের জয়ের আশা করবে। মালদ্বীপের বিরুদ্ধে ভারত ১-০ জিতলে, গ্রুপ রানার্সআপ নির্ধারণের জন্য বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে কোন দল সেমিফাইনালে যাবে, তা ঠিক হবে পয়েন্ট কিংবা গোল ব্যবধানের ওপর। গ্রুপ এ-এর বিজয়ী ২৮ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে বি গ্রুপের রানার আপের (ভুটান, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কা) মুখোমুখি হবে।