Game

4 weeks ago

Rohit Sharma Fans: রোহিত-রোহিত চিৎকার গ্যালারি জুড়ে! সমর্থকদের প্রণাম ক্রিকেট সতীর্থের

Rohit Sharma (File Picture)
Rohit Sharma (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নিজের ২০০ তম IPL ম্যাচ খেললেন রোহিত শর্মা। ডেকান চার্জাস ও মুম্বই ইন্ডিয়ান্স মিলিয়ে তিনি ২৪৫ তম ম্যাচ খেললেন। কিন্তু এই মাইলস্টোন ম্যাচ তাঁর জন্য স্মরণীয় হল না। তাঁর দলকে লজ্জাজনক হারতে হল। ম্যাচের আগে তাঁর হাতে ২০০ লেখা বিশেষ জার্সি তুলে দেন সচিন তেন্ডুলকর। অধিনায়কত্ব হারানোর পর তাঁকে সমর্থকরা বাড়তি সমর্থন দিচ্ছেন। এবার সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তাঁকে দেখে স্লোগান দিলেন সমর্থকরা। যা ফিরিয়ে দিলেন রোহিত।

মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ খেলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অহমেদাবাদ স্টেডিয়ামে। যেখানে হার্দিক পান্ডিয়াকে কটাক্ষ করেন গুজরাট সমর্থকরা। তাঁকে প্রতারক বলে আক্রমণ করেন। রোহিতের নামে জয়ধ্বনি দেন সমর্থকরা। একই ছবি এবার দেখা গেল হায়দরাবাদেও। সেখানে হার্দিককে কটাক্ষ করা না হলেও রোহিতের নামে সমর্থকরা জয়ধ্বনি দেন। মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকরা মিলিয়ে রোহিতের প্রশংসা করেন।

সমর্থকদের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্যালারিতে দাঁড়িয়ে সমর্থকরা রোহিত রোহিত নামে চিৎকার করছেন। ম্যাচের আগে যখন দুই দল মাঠে অনুশীলন করছিলেন সেই সময় রোহিতের নামে স্লোগান দেন সমর্থকরা। দেখা যায়, প্রস্তুতি শেষে রোহিত শর্মা ড্রেসিংরুমে যাওয়ার সময় দর্শকদের দিকে হাতজোড় করে ধন্যবাদ জানান। তাঁর মুখে হাসি দেখা গিয়েছিল। এরপর সিঁড়ি দিয়ে যাওয়ার সময় হাত নেড়ে সমর্থকদের আশ্বস্ত করেন।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও খেলতে নামেনি মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে দুটো অ্যাওয়ে ম্যাচে তারা খেলে পরাস্ত হল। আর দুটো ম্যাচেই ব্যাপর সমর্থন পেলেন রোহিত শর্মা। তাঁকে যে সমর্থকরা IPL-এ অধিনায়ক হিসেবে দেখতে চান সেটা বোঝা গিয়েছে।

IPL-এ রোহিত শর্মা

২০০৮ সালে IPL-এ অভিষেকের পর থেকে তিনি দলের নিয়মিত সদস্য। ডেকান চার্জাসের হয়ে চ্যাম্পিয়ন হন প্রথমে। এরপর তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়ে দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করেন। IPL-এ ২৪৫টা ম্যাচে তিনি মোট ৬২৮০ রান করেছেন। সর্বোচ্চ রান ১০৯। বল হাতে ১৫টা উইকেট নিয়েছেন তিনি। যদিও গত দুটো মরশুমে তিনি বল করেননি।

রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেললেন এবং তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবথেকে বেশি রানও করেছেন। একটা দলের হয়ে ২০০টা ম্যাচ খেলার রেকর্ড এতদিন ছিল মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির।

You might also like!