জেনেভা, ৯ সেপ্টেম্বর : নেশন্স লিগের প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে ড্র করেছিল দে লা ফুয়েন্তের দল স্পেন। তবে দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ জনে খেলে বড় জয় পেল স্পেন।
রবিবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় স্বাগতিকদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। এতে নেশন্স লিগে প্রথম জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ১৩ মিনিটে দুই গোলের স্পেন এগিয়ে যাওয়ার পর ডিফেন্ডার রবিন লে নরম্যান্ড রেড কার্ড দেখার ফলে বড় এক ধাক্কা খায় স্পেন।
স্পেনের হয়ে গোলগুলি করেন হোসেলু,ফ্যাবিয়ান রুইজ(২),ফেরান তরেস। সুইজারল্যান্ডের হয়ে গোলটি করেন জেকি আমদউনি। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে স্পেন। আর এদিন সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়ে ডেনমার্ক ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে রইল।