কলকাতা, ১৭ অক্টোবর : শনিবার আইএসএল ডার্বি ম্যাচ। বাঙালির বড় ম্যাচ। মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। ১১ জানুয়ারি রয়েছে ফিরতি ডার্বি দুই প্রধানের।মোহনবাগান- মহামেডান প্রথম ডার্বি ম্যাচ খেলে নিয়েছে। সেই ম্যাচে মোহনবাগান মহামেডানকে তিন শূন্য গোলে হারিয়েছে। মহামেডান এবং মোহনবাগানের ফিরতি ম্যাচ রয়েছে ১ ফেব্রুয়ারি।
অন্যদিকে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একবারও আইএসএল-এ মহামেডানের মুখোমুখি হয়নি। তাদের প্রথম ম্যাচ রয়েছে ৯ নভেম্বর। এরপর ১৬ ফেব্রুয়ারি আরও একবার মুখোমুখি হবে দু’দল। ডার্বির সব ম্যাচই হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। খেলা হবে ৭:৩০ মিনিট থেকে।
আইএসএলে বাংলার ৩ প্রধানের শুরুটা খুব একটা ভালো নয়। ভালো না হলেও শেষ ম্যাচে মহামেডানকে হারিয়ে আইএসএলে ভালো জায়গায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। লিগে ৪ নম্বরে রয়েছে তারা। ৪টে ম্যাচ খেলে দুটিতে জিতেছে, একটি ড্র এবং একটিতে হেরেছে। মোট পয়েন্ট ৭।
ইস্টবেঙ্গল এখনও একটা ম্যাচেও জয় পায়নি। ৪টে ম্যাচ খেলে চারটেতেই হেরেছে। শূন্য পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের শেষ স্থানটিতে আছে। ১৩টি দলের মধ্যে ইস্ট বেঙ্গলই একমাত্র দল যারা এখনও পয়েন্ট পায়নি।আর কলকাতা তিন প্রধানের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ৪টি ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। তারা ১টি ম্যাচ জিতেছে, ১টি ড্র করেছে আর ২টিতে হেরেছে।