Game

6 days ago

Martinez : আর্জেন্টিনার হারের পর ক্যামেরায় ‘থাপ্পড়’ মার্তিনেজের

Martinez
Martinez

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- :হারতে অভ্যস্ত নয় আর্জেন্টিনা। সর্বশেষ তারা হেরেছিল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে। এরপর অপরাজিত ছিল টানা ১২ ম্যাচে। এ সময়েই বিশ্ব চ্যাম্পিয়নরা ধরে রেখেছে কোপা আমেরিকা শিরোপাও।

সে কারণেই বোধ হয় কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হেরে নিজেকে সামলাতে পারলেন না আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচশেষে টেলিভিশন ক্যামেরায় ধাক্কা দিয়েই ঝাল মিটিয়েছেন অ্যাস্টন ভিলায় ক্লাব ফুটবল খেলা মার্তিনেজ।ঘটনাটি ঘটে একেবারে ম্যাচের শেষে। ২-১ গোলে হারের পর মনমরা মার্তিনেজ তখন কলম্বিয়ার কয়েকজন ফুটবলারের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ফিরছিলেন। তখনই তাঁর সামনে ক্যামেরা দেখলে সেটাকে থাপ্পড় মেরে বসেন, মার্তিনেজের হাতের ছোঁয়ায় লাইভে থাকা ক্যামেরার মুখ চলে যায় অন্যদিকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস লিখেছে, বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তের কারণেই ক্ষুব্ধ ছিলেন মার্তিনেজ। সে কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিকোলাস ওতামেন্দি নিজেদের বক্সে দানিয়েল মুনোজকে চ্যালেঞ্জ জানালে তিনি পড়ে যান। কয়েক মিনিট সময় নেওয়ার পর ভিএআর মনিটর দেখার পর পেনাল্টির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কিও হয়েছে।

এ ছাড়া নিজের পারফরম্যান্সেও অসন্তুষ্ট থাকতে পারেন মার্তিনেজে। পেনাল্টি ঠেকানোয় বিশেষজ্ঞ হয়ে ওঠা এমিলিয়ানো মার্তিনেজ এবার আর্জেন্টিনাকে রক্ষা করতে পারেননি। তাঁকে বিপরীত পাশে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করে কলম্বিয়াকে এগিয়ে দেন রদ্রিগেজ। রদ্রিগেজের এই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া।গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মারাকানায় ব্রাজিল পুলিশের আক্রমণের শিকার হয়েছিল আর্জেন্টাইন সমর্থকেরা। সেই ম্যাচেও বিতর্কিত কর্মকাণ্ড করেছিলেন এই ফুটবলার। উত্তেজিত মার্তিনেজে তখন কয়েকজন নিরাপত্তাকর্মীকে থাপ্পড় মেরেছিলেন। এসবের বাইরে মাঠে তো মার্তিনেজের বিতর্কিত কর্মকাণ্ড তো আছেই। এ কারণে নিয়মিত আলোচনায় থাকেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

You might also like!