Game

1 year ago

League One: PSG undefeated last 8 matches : লিগ ওয়ান: টানা ৮ ম্যাচে জয় পেল পিএসজি

League One: PSG undefeated last 8 matches
League One: PSG undefeated last 8 matches

 

প্যারিস, ১০ ডিসেম্বর : এমবাপের গোল ছাড়াই পিএসজি জয় পেল। পিএসজি এখন লিগ ওয়ানে উড়ছে। নঁতের বিপক্ষে গোল পাননি এমবাপ্পে। হারার আগে নঁতেও অবশ্য দারুণ লড়াই করেছে। শনিবার (৯ ডিসেম্বর) রাতে পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের খেলায় নঁতেকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক পিএসজি। পিএসজির পক্ষে ব্রাডলি বারকোলা এবং রোনাল্ড কোলো মুয়ানি গোল দুটি করেন। নঁতের পক্ষে মোস্তাফা মোহামেদ একটি গোল শোধ করেন। এই নিয়ে টানা ৮ ম্যাচে জয় পেল পিএসজি। চলতি লিগ মরসুমে শীর্ষ পাঁচ লিগে এটিই সেরা টানা জয়ের রেকর্ড। ২০২১ সালের পর এটিই পিএসজির জয়ের রেকর্ড। সেবার মাউরিসিও পচেত্তিনোর অধীনে টানা ১০ ম্যাচে জিতেছিল পিএসজি। ঘরের মাঠে এটি তাদের টানা পঞ্চম জয়।


অন্যদিকে শেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে নঁতে। এই জয়ে ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। দিনের আরেক ম্যাচে রেনেকে ২-১ ব্যবধানে হারিয়ে সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো।

You might also like!