Game

1 year ago

Julian Nagelsmann: জুলিয়ান নাগেলসম্যানকে ছাটাই করল বায়ার্ন মিউনিখ

Julian Nagelsmann -  Tuchel
Julian Nagelsmann - Tuchel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুন্দেসলিগা চ্যাম্পিয়নসিপে বরুসিয়া ডর্টমুন্ডের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ । লীগে পিছিয়ে পড়ার দরুন জুলিয়ান নাগেলসম্যানকে ছাটাই করতে চলেছে ঐতিহ্যবাহী এই ফুটবল ক্লাব। উল্লেখ্য, চলতি সপ্তাহে ও ট্রেনিং গ্রাউন্ডে  দেখা যায় নি  কোচ নাগেলসম্যান। 

ক্লাবের সদস্য থেকে খেলোয়াড় সকলেই খুবই আশ্চর্য হয়েছিলেন যখন তারা জানতে পারেন যে বুন্দেসলিগ চলা কালীন এমন গুরুত্বপূর্ন সময় যখন পয়েন্ট টেবিলে তার দলের অবনমন হয়েছে সেই সময় তিনি স্কী করার জন্য ব্যক্তিগত ছুটিতে ছিলেন। যা খুব স্বভবতই ক্লাব ফুটবলার ও কর্মকর্তাদের কাছে ইঙ্গিতপূর্ণ মনে হয়েছিল। 

উল্লেখ্য, ৪৯ বছর বয়সী টুচেল কয়েক সপ্তাহ ধরে মিউনিখে বসবাস করছেন, যিনি এর আগে ডর্টমুন্ড এবং প্যারিস সেন্ট জার্মেন-র মত ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন।  তিনি ই বায়ার্ন মিউনিখের নতুন ম্যানেজার হতে চলেছেন। প্রাক্তন চেলসি কোচ সম্ভবত, সোমবার থেকেই তার   প্রশিক্ষণের কাজে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে তার প্রথম খেলাটি তার প্রাক্তন ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে, যারা টেবিলের শীর্ষে রয়েছে। উল্লেখ্য, টুচেল নেইমার এবং কাইলিয়ান এমবাপ্পের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়কে প্রশিক্ষন করিয়েছেন, যা বায়ার্ন মিউনিখে তার চাকরির ক্ষেত্রে অবশ্যই একটা পজেটিভ ফ্যাক্টারের কাজ করেছে।  

প্রসঙ্গত, জার্মানির এই ক্লাবটি ১০টি বুন্দেসলিগা শিরোপা জিতেছে এবং তারা আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে চলেছে। কিন্তু এই মুহুর্তে বুন্দেসলিগা চ্যাম্পিয়নসিপে নিজেদের জয়ী করতে হলে তাদের খেলায় যথেষ্ট পরি বর্তনের প্রয়োজন এছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

২০২১ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে নাগেলসম্যান তার ৮৪টি খেলার মধ্যে ৬০টি জিতেছেন কিন্তু তার তত্বাবধানে মাত্র  একটি বুন্দেসলিগা ট্রফি এবং দুটি জার্মান সুপার কাপ জিতেছে দল। 

You might also like!