Game

19 hours ago

English Premier League: চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের পথে নিউক্যাসল ইউনাইটেড

Newcastle 2-0 Chelsea,English Premier League
Newcastle 2-0 Chelsea,English Premier League

 

সেন্ট জেমস, ১২মে  : চেলসিকে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে তিনে উঠে এল নিউক্যাসল ইউনাইটেড। সেন্ট জেমস পার্কে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেড চেলসির বিরুদ্ধে। ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। জ্যাকব মার্ফির ক্রস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো তোনালি। দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের শেষ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিমারাইস। এই জয়ে আগামী মরসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে চলেছে এডি হাউয়ের দল নিউক্যাসল ইউনাইটেড। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে তারা। আর সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার সিটি। আর ৫ নম্বরে চেলসির পয়েন্ট ৬৩। তাদের সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অ্যাস্টন ভিলা।

You might also like!