Breaking News
 
Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ

 

Game

3 years ago

Jhulan Goswami retirement complications: ঝুলন গোস্বামীর অবসর নিয়ে জল্পনা, নিরব ঝুলন নিজেই

Jhulan Goswami retirement complications
Jhulan Goswami retirement complications

 

এখনই নিজের অবসর নিয়ে মুখ খুলতে নারাজ ঝুলন। মিডিয়ার একাংশ লিখে দেয় যে, আগামী ২৪ সেপ্টেম্বরের লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ঝুলন। সমাপ্তি ঘটছে তাঁর দু’দশকের কেরিয়ারের। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের তৃতীয় ওয়ান ডে-ই কেরিয়ারের শেষ ম্যাচ বঙ্গসন্তানের। আলগা বিস্ময় একটা ছিল খবরটা জুড়ে। কারণ চব্বিশ ঘণ্টাও হয়নি ঝুলনকে রেখে ইংল্যান্ডগামী ভারতীয় মহিলা দল নির্বাচন সম্পন্ন হয়েছে। কিন্তু সেখানে সামান্যতম আভাসও পাওয়া যায়নি যে, ঝুলন ছাড়ছেন। লর্ডসেই তাঁর বিদায়ী ম্যাচ। জাতীয় নির্বাচকদের কাউকে কাউকে ফোন করলে তাঁরা বলে দেন যে, গতকাল নির্বাচনী বৈঠক পর্যন্ত তাঁদের কাছে কোনও খবর ছিল না ঝুলনের অবসর নিয়ে। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ম‌্যাচের আগে চোট পেয়েছিলেন বাংলার অলরাউন্ডার। শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি। তাঁর রিহ্যাব চলছিল। এখন ফিট, তাই ফের টিমে। কিন্তু অবসরের ব্যাপারে তাঁরা কিছু জানেন না! সংশয় আরও বাড়তে থাকে, ভারতীয় বোর্ড কিছু না বলায়। বোর্ডের তরফ থেকে রাত পর্যন্ত ঝুলনের বিদায়ী ম্যাচ নিয়ে একটা লাইনও আসেনি। ঝুলন সোশ্যাল মিডিয়ায়ও একটা শব্দ লেখেননি। শনিবার রাত পর্যন্ত তাঁর কাছে বোর্ডের কোনও সরকারি ই মেল আসেনি বিদায়ী ম্যাচ নিয়ে। কেউ তাঁকে ফোন করে বলেনওনি যে, ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস ম্যাচেই তোমাকে ফেয়ারওয়েল দেব বলে আমরা ভেবেছি। অনেকে আবার এটাও জুড়ে দিতে চান যে, টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত ঝুলন নিজেই ই-মেল করে জানিয়েছিলেন বোর্ডকে। তার পর টুইট করেছিলেন। 

You might also like!