Game

10 months ago

International cricket in crisis: আন্তর্জাতিক ক্রিকেট বিপাকে, কেন্দ্রীয় চুক্তি ছেড়ে খেলোয়াড়রা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ঝুঁকছে!

IPL vs International cricket (Symbolic Picture)
IPL vs International cricket (Symbolic Picture)

 

মুম্বাই, ২৬ মে : আন্তর্জাতিক ক্রিকেট এখন বিপাকে। জাতীয় দল থেকে ছুটি নিয়ে আইপিএল খেলছেন দেশ-বিদেশের ক্রিকেটাররা। এ বার ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলার জন্য জাতীয় দলের ক্রিকেটারই এখন জাতীয় দলকেই গুডবাই জানানোর পথে। এ পথে চলে গিয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটারও। আর টি-২০ ক্রিকেটের মোহে ফিকে হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। এর কারণটা লোভনীয় অর্থ। দেশের জার্সিতে যা নেই, টি-২০ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটে তা আছে। অর্থাৎ কোটি কোটি টাকার লোভনীয় চুক্তি এখানে রয়েছে।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি কিছুদিন আগেই এই লোভনীয় অফার দিয়েছে ক্রিকেটারদের। ফ্রাঞ্চাইজিগুলির এই প্রস্তাবে দেখা গেছে, বোর্ডের কেন্দ্রীয় চুক্তির টাকার অঙ্ক থেকে এদের টাকার অঙ্ক অনেক অনেক বেশি। তাই ক্রিকেটাররা এই টাকার লোভে বছরভর ফ্র্যাঞ্চাইজির লিগই বেছে নিচ্ছেন। বোর্ডের চুক্তি থেকে বেরিয়ে এলে জাতীয় দলে জায়গা অনিশ্চিত হয়ে পড়বে তা জেনেও কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বছরে ৩ লাখ পাউন্ডের বিনিময়ে চুক্তির পথে এগিয়ে গিয়েছেন জেসন রয়।

শুধু জেসনই নন, ইংল্যান্ডের জাতীয় দলের ৬ জন ক্রিকেটার আছেন। তাঁদেরকে এই লোভনীয় প্রস্তাব দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী, জেসন রয়ই হলেন এই পথের প্রথম ক্রিকেটার।যিনি ইসিবির কেন্দ্রীয় চুক্তি বাতিল করে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তাবে রাজি হয়েছেন । বছরে ৩ লক্ষ ইউরোর বিনিময়ে রয়ের চুক্তি হবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সঙ্গে।

সামনের ১৩ জুলাই থেকে মার্কিন মুলুকে শুরু হচ্ছে টি২০ ক্রিকেট লিগ। যার নাম দেওয়া হয়েছে ‘মেজর লিগ ক্রিকেট’। এই লিগে মুম্বই ইন্ডিয়ান্স, সিএসকে, দিল্লি ক্যাপিটালস, কেকেআর দল কিনেছে। কেকেআরের দলের নাম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। আর এই মেজর ক্রিকেট লিগে নাইটদের হয়ে খেলার জন্যই ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন জেসন রয়। বলা যায়, আন্তর্জাতিক ক্রিকেট তিনি ছাড়ছেন এই টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে অর্থ উপার্জনের জন্যই। সুতরাং এই পথে কেরিয়ার গড়ার জন্য জেসন রয়ই প্রথম পথ দেখালেন, যা ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।


You might also like!