মুম্বই, ২ ডিসেম্বর : মেয়েদের ঘরোয়া ক্রিকেট মরসুম চলছে। এই মরসুমে ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল। এই সিরিজ বাংলা ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত। আপাতত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজের দল পরে ঘোষণা হবে। দুই স্কোয়াডেই রয়েছেন বাংলার কিপার ব্যাটার রিচা ঘোষ। দীপ্তি শর্মা। তাছাড়া উইমেন্স প্রিমিয়ার লিগে নজরকাড়া বাঁ হাতি স্পিনার বাংলার সাইকা ইসাক প্রথম বার জাতীয় সিনিয়র দলে ডাক পেয়েছেন।
আর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং এশিয়ান গেমস ক্রিকেটে সোনাজয়ী টিমের গুরুত্বপূর্ণ সদস্য বাংলার পেসার তিতাস সাধু রয়েছেন দুই স্কোয়াডেই। রয়েছেন আরসিবিতে নজরকাড়া শ্রেয়াঙ্কা পাটিলও। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু ৬ ডিসেম্বর। বাকি দুটি ম্যাচ ৯ ও ১০ ডিসেম্বর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচটি হবে ১৪-১৭ ডিসেম্বর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ২১ থেকে ২৪ ডিসেম্বর। এই টেস্টটি হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), জেমাইমা রডরিগজ, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, যস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, অমনজ্যোৎ কৌর, শ্রেয়াঙ্কা পাটিল, মন্নত কাশ্যপ, সাইকা ইসাক, রেনুকা সিং ঠাকুর, তিতাস সাধু, পূজা বস্ত্রকার, কনিকা আহুজা, মিন্নু মানি।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড:
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), জেমাইমা রডরিগজ, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, যস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, স্নেহ রানা, শুভা সতীশ, হরলীন দেওল, সাইকা ইসাক, রেনুকা সিং ঠাকুর, তিতাস সাধু, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, পূজা বস্ত্রকার।