নয়াদিল্লি, ৭ অক্টোবর : ২০ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রস কান্ট্রি ইভেন্ট। ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে এমন আট সদস্যের অভিজাত ভারতীয় দলের নাম ঘোষণা করা হয়েছে সোমবার। সেই দলে থাকবেন গুলভীর সিং যিনি ২০২৩ এশিয়ান গেমসে ১০০০০ মিটারে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। দক্ষিণ এশিয়ান ক্রস কান্ট্রিতে ক্রীড়াবিদদের অংশগ্রহণ ফিটনেস সাপেক্ষে হবে। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (এএফআই) সভাপতি আদিল সুমারিওয়ালা বলেছেন যদি কোনও অ্যাথলিট অযোগ্য হয় তবে তাকে বাদ দেওয়া হবে।
এশিয়ান ক্রস কান্ট্রি ইভেন্টে অভিজাত ভারতীয় দলের স্কোয়াড :
অভিজাত পুরুষ : গুলভীর সিং, কার্তিক কুমার, অভিষেক পাল, অরুণ রাঠোড়
মহিলা : অঙ্কিতা, সীমা, সঞ্জীবনী যাদব, সোনিকা
জুনিয়র পুরুষ : অমরদীপ পাল, কৃপাশঙ্কর যাদব, বিনোদ সিং, গৌরব ভাস্কর ভোসলে
মহিলা : একতা দে, সুনিতা দেবী, শিল্পা ধোরা, প্রাচি অঙ্কুশ দেবকর।