Game

2 years ago

Fifa world cup 2022 : বিশ্বকাপ শেষেও আর্জেন্টিনা-ফ্রান্সের লড়াই অব্যাহত

Argentina supporters hit back at France football fans in their unique
Argentina supporters hit back at France football fans in their unique

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ ফাইনালে হয়েছে সপ্তাহ ঘুরেছে, তাও আর্জেন্টিনা-ফ্রান্সের লড়াই যেন থামতেই চাইছে না।এ বার ফ্রান্সের সমর্থকদের পাল্টা জোট বাঁধলেন আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা। আর্জেন্টিনার সাড়ে ছয় লাখের বেশি সমর্থক এক জোট হয়েছেন। ফ্রান্সের সমর্থকদের ফাইনালের হার নিয়ে আর না কাঁদার পরামর্শ দিয়েছেন তাঁরা। 

আর্জেন্টিনার বিশ্বজয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিশ্বকাপ ফাইনাল আবার আয়োজনের দাবি তুলেছেন ফ্রান্সের সমর্থকরা। দু’লাখ সমর্থক সমর্থন করেছেন সেই দাবি। তাঁদের সেই দাবির প্রতিবাদে এ বার জোট বেধেছেন আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা। একটি ওয়েব সাইটে দেওয়া পিটিশনে সই করেছেন আর্জেন্টিনার সাড়ে ছয় লাখের বেশি সমর্থক। 

ফ্রান্সের সমর্থকদের দাবি ছিল, প্রথম যে পেনাল্টি আর্জেন্টিনাকে দেওয়া হয়েছিল, সেটা আদৌ পেনাল্টি ছিল না। ওসমানে দেম্বেলে ফাউল করেননি অ্যাঙ্খেল দি মারিয়াকে। অত্যন্ত সামান্য স্পর্শ হয়েছিল। যেটাকে কোনও ভাবেই ফাউল বলা যায় না। দি মারিয়ার দ্বিতীয় গোল নিয়েও আপত্তি তুলেছেন তাঁরা। ক্ষুব্ধ সমর্থকদের দাবি, আগেই ক্রিস্টিয়ান রোমেরো ফাউল করেছিলেন এমবাপেকে। তবু ফ্রান্সের ফুটবলারদের দাবি মেনে ফাউল দেননি রেফারি। বরং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন পোল্যান্ডের রেফারি। 

১৮ ডিসেম্বরের ফাইনাল বাতিল করার দাবি করে আবার ফাইনাল ম্যাচ আয়োজনের দাবিতে সই করেন ফ্রান্সের দুই লাখ ফুটবল সমর্থক। যাঁদের অধিকাংশই ফ্রান্সের বাসিন্দা। তাঁদের সেই দাবিকে পাল্টা কটাক্ষ করলেন আর্জেন্টিনার সমর্থকরা। দুই লাখের জবাব হিসাবে সাড়ে ছয় লাখের বেশি সই সংগ্রহ করেছেন তাঁরা। এ ক্ষেত্রেও ফরাসিদের পরাস্ত করেছে আর্জেন্টিনা। 


You might also like!