Game

1 year ago

End of Birmingham Commonwealth : বর্ণাঢ্য অনুষ্ঠানে বার্মিংহ্যাম কমনওয়েলথের সমাপ্তি, পরবর্তী গেমসের পতাকা তুলে দেওয়া হল অস্ট্রেলিয়াকে

End of Birmingham Commonwealth in colorful ceremony
End of Birmingham Commonwealth in colorful ceremony

 

বার্মিংহ্যাম, ৯ আগস্ট  : শুরুটা হয়েছিল জমকালোভাবে। শেষটাও হল তাই। আলেকজান্ডার স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে হল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠান।

সোমবারই শেষ হয় এবারের কমনওয়েলথ গেমস। সোমবার মাঝরাতে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের শেষ দিনে আলেকজান্ডার স্টেডিয়ামে নাচ, গান, জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের মতো ইতি কমনওয়েলথ গেমসের। স্টেডিয়ামে আতসবাজির রোশনাই মুগ্ধ করল দর্শকদের। সমাপ্তি অনুষ্ঠান জমে যায় যখন ভাংড়া শিল্পীরা পঞ্জাবি গানে নাচতে নাচতে স্টেজ দখল করেন। গোটা স্টেডিয়াম যেন দুলে ওঠে।

অনুষ্ঠান শুরু হওয়ার মাঝে নিজের নিজের দেশের পতাকা হাতে স্টেডিয়ামে প্রবেশ করেন অ্যাথলিটরা। ভারতের তরফে পতাকাবাহক হিসাবে ছিলেন কমনওয়েলথে সোনাজয়ী মহিলা বক্সার নিখাত জারিন এবং এ বারের কমনওয়েলথ থেকে জোড়া সোনার পদকজয়ী ভারতের সিনিয়র টিটি প্লেয়ার শরথকমল।

২০২৬ সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়। অনুষ্ঠানে একেবারে শেষদিকে কমনওয়েলথ গেমসের পতাকা তুলে দেওয়া হল অস্ট্রেলিয়ার হাতে।

১১ দিনের ক্রীড়াযজ্ঞ শেষে এবার বাড়ির পথে দেশ-বিদেশের অ্যাথলিটরা। কারও মুখে চওড়া হাসি। কারও স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা। এ বারের গেমস থেকে মোট ৬১টা পদক এসেছে ভারতের। ২২টা সোনা, ১৬টা রুপো ও ২৩টা ব্রোঞ্জ। মোট ৬১ পদক নিয়ে তালিকার চার নম্বরে ভারত। অস্ট্রেলিয়া (১৭৮), ইংল্যান্ড (১৭৬) ও কানাডার (৯২) ঠিক পরেই।

You might also like!