Game

1 month ago

Club East Bengal : কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

East Bengal beat Kerala Blasters 1-0

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারি  : অবশেষে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ষষ্ঠ জয় পেল স্টিভেন কনস্টানটাইনের দল। ত্রাতা সেই ক্লেটন সিলভা। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। যদিও ম্যাচে আধিপত্য ছিল কেরল ব্লাস্টার্সেরই।

জন্মদিন স্পেশাল হয়ে থাকল ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভার। অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। যদিও তা দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন হাতে গোনা কিছু সমর্থক।

জয়ের স্বাদ কেমন হয়, যেন ভুলতে বসেছিল ইস্টবেঙ্গল। বার্থ-ডে বয় ক্লেটন সিলভার একমাত্র গোলে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। এ বারের আইএসএলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেই অভিযান শুরু করেছিল লাল-হলুদ। যদিও সেই অ্যাওয়ে ম্যাচে হার। ঘরের মাঠে তার বদলাও নিলেন ক্লেটনরা।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল কেরলের ফুটবলারদের। বল দখলের লড়াইয়ে তারাই ছিল এগিয়ে। পর পর ম্যাচে হারের জন্য ইস্টবেঙ্গল কোচ প্রতি আক্রমণমূলক ফুটবলের পরিকল্পনা করেছিলেন। সেই মতো খেলতে গিয়েও একাধিক বার বিপদে পড়ল ইস্টবেঙ্গল রক্ষণ। কেরলের ফুটবলাররা গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করলেন।

You might also like!