Game

4 days ago

Concacaf Champions Cup2025: কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ:কনক্যাকাফের সেমিতে মায়ামি, মেসির জোড়া গোল

Lionel Messi
Lionel Messi

 

ফ্লোরিডা, ১০ এপ্রিল  : প্রথম লেগের এক গোলের ঘাটতি মিটিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল মেসির মায়ামি। দ্বিতীয় লেগে বৃহস্পতিবার শুরুতেই লস অ্যাঞ্জেলেসের কাছে এক গোল খেয়ে শেষ পর্যন্ত মেসি জাদুতে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে মায়ামি। লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি। ম্যাচের ৯ মিনিটে অ্যারন লংয়ের গোলে এগিয়ে যায় লস অ্যাঞ্জেলেস। তবে ৩৫ মিনিটে গোল করে মেসি দলকে সমতা ফেরান। দ্বিতীয় হাফে মেসির জাদুতে শুধুই মায়ামির প্রদর্শনী। দুই লেগ মিলিয়ে মেসিরা সমতায় ফেরে ৬১ মিনিটে রেদোনদোর গোলে। তবে অ্যাওয়ে গোল নিয়মের কারণে তখনও কার্যত এগিয়ে ছিল লস এঞ্জেলস। তবে ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। এর ফলে মায়ামির জয় নিশ্চিত হয়। সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস অথবা এমএলএসের কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

You might also like!